আবরার ফাহাদ হত্যাকান্ডের প্রেক্ষিতে বুয়েট থেকে আজীবন বহিষ্কৃত মোঃ আশিকুল ইসলাম(বিটু) ক্লাসে ফিরেছে। তার এই প্রত্যাবর্তনের প্রতিবাদে আগামী ২৭ মে ২০২১, সকাল ১১ টায় স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, তাকে বিগত ২২ মে,২০২১ এ কেমিকৌশল'১৭ ব্যাচের একটি কোর্সের অনলাইন ক্লাসে উপস্থিত থাকতে দেখা যায়। জানা যায় কোর্টের স্টে অর্ডার নিয়ে সে লেভেল-৩ টার্ম-১ এর চারটি কোর্সে রেজিষ্ট্রেশন করেছে এবং একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
এটি জানার পর সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তারা খুনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত কারও সাথে ক্যাম্পাস শেয়ার না করতে নিয়ে বদ্ধপরিকর। তারা কর্তৃপক্ষের কাছে আশিকুল ইসলাম বিটুর ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল করা এবং সে যাতে আর বুয়েটে ফিরে আসতে না পারে তা নিশ্চিত করার আবেদন করেছে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৯ মে পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে দাবী বাস্তবায়ন করার।
উক্ত দাবীগুলোর বাস্তবায়ন আরও জোরদার করতেই শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধনের পরিকল্পনা করা হয়েছে। আবরার হত্যার সাথে কোনভাবে জড়িত কেউ যাতে ক্যাম্পাসে কোনভাবেই ফিরে আসতে না পারে, এই ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরা দৃঢ় সংকল্পবদ্ধ।
ছবিঃ সংগৃহীত
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!