@Moderator
অধ্যাপক, পুরকৌশল বিভাগ
ছাত্র কল্যাণ পরিচালক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
অধ্যাপক ড. মো: মিজানুর রহমান, বাংলাদেশের খ্যাতিমান একজন শিক্ষাবিদ, দূর্ঘটনা, পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ। তিনি ১৯৭১ সালের এপ্রিল মাসে মুক্তিযুদ্ধ চলাকালীন ফরিদপুর জেলার নগর কান্দা উপজেলার তালমা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম মো: নূরুল হক। তিনি ফরিদপুর হাইস্কুল থেকে স্টার মার্কসহ এসএসসি পাস করেন ১৯৮৭ সালে। ১৯৮৯ সালে ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে। পরবর্তীতে ২০০০ সালে বুয়েট থেকে মাস্টার্স এবং ২০০৪ সালে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গবেষনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১১ সাল থেকে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং বর্তমানে তিনি বুয়েটের ছাত্রপরিচলক হিসেবে নিয়োজিত আছেন।