চলমান কোভিড-১৯ পরিস্থিতির দরুণ বুয়েট তড়িৎকৌশল পরিবার হারিয়েছে তার দুইজন শিক্ষক এবং একজন স্টাফ মেম্বারকে।প্রয়াত শিক্ষকগণ হলেন প্রফেসর ড. তাইফুর আহমেদ চৌধুরী (১ আগস্ট,১৯৫৪-১১ এপ্রিল ২০২১), প্রফেসর ড. কাজী মুজিবুর রহমান (৩১ ডিসেম্বর,১৯৬০-৭ মে ২০২১)। প্রয়াত স্টাফ মেম্বার হলেন প্রকৌশলী মোঃ শাফায়েতুর রহমান (সিনিয়র টেকনিক্যাল অফিসার,গ্রেড-১) , যিনি ১৯ আগস্ট ২০২০ এ পরলোকগমন করেন। প্রয়াত এই তিন গুণী এবং সম্মানিত সদস্যদের স্মরণে তড়িৎকৌশল বিভাগের পক্ষ থেকে একটি স্মরণসভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ১৯ মে,২০২১ এ সন্ধ্যা ৭.৩০ টায়।
উক্ত স্মরণসভাটি সঞ্চালনা করেন ড. শেখ আনয়ারুল ফাত্তাহ এবং ড. ফারসীম মান্নান মোহাম্মাদি। প্রয়াতদের স্মরণে বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, তড়িৎকৌশল অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান। প্রাক্তন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো কাম্রুল আহসান, অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান (মাননীয় উপাচার্য,ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ), অধ্যাপক ড. এম রেজওয়ান খান, অধ্যাপক ড. এস শাহনাওয়াজ আহমেদ এবং অধ্যাপক ড. মোঃ ফোরকান উদ্দিন।বর্তমান শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মুস্তারি মালিহা (লেকচারার,পানিসম্পদ প্রকৌশল), ড. জিয়াউর রহমান খান (অধ্যাপক,তড়িৎকৌশল বিভাগ), ড. এ.বি.এম. হারুন-উর-রশীদ(অধ্যাপক ,তড়িৎকৌশল বিভাগ),ড. আব্দুল হাসিব (অধ্যাপক, তড়িৎকৌশল বিভাগ)। তাঁরা ব্যক্তিগত এবং কর্মজীবনে প্রয়াতদের সাথে তাঁদের স্মৃতিগুলো তুলে ধরেন তাঁদের বক্তব্যতে।শিক্ষকগণ ছাড়াও শিক্ষার্থীবৃন্দ,কর্মকর্তা-কর্মচারী এবং প্রয়াতদের পরিবারের সদস্যরা তাদের আবেগঘন বক্তব্য রাখেন। স্মরণসভা শেষে প্রয়াতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, প্রফেসর ড. তাইফুর আহমেদ চৌধুরী ৩০ জুলাই ১৯৮৬ সালে বুয়েট তড়িৎকৌশল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি অধ্যাপক হিসেবে উন্নীত হন এবং ২০১৪-১৬ পর্যন্ত বিভাগীয় প্রধান ছিলেন।তিনি ছিলেন Institution of Nuclear Power Plant Engineering of BUET এর প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম ইনচার্জ। এছাড়া জাতীয় পর্যায়ের কন্সাল্টেন্সিতে তাঁর সরব ভূমিকা ছিল। প্রফেসর ড. কাজী মুজিবুর রহমান ১৬ অক্টোবর ১৯৯৬ এ বুয়েট তড়িৎকৌশল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এরপূর্বে তিনি চুয়েটে কর্মরত ছিলেন। ২০০৭ সালে তিনি অধ্যাপক হিসেবে উন্নীত হন। গবেষণার পাশাপাশি তড়িতকৌশলের বাস্তবিক প্রয়োগসংক্রান্ত ব্যাপারে তাঁর অসাধারন দক্ষতা ছিল। টেস্টিং এবং কন্সাল্টেন্সিতেও তিনি ভূমিকা রেখেছেন।সারা দেশব্যাপী SCADA প্রজেক্ট বাস্তবায়নের পেছনে তাঁর অনন্য ভূমিকা ছিল। প্রকৌশলী মোঃ শাফায়েতুর রহমান ১৯৯৮ সালে সহকারী টেকনিক্যাল অফিসার হিসেবে বুয়েট তড়িৎকৌশল বিভাগে যোগ দেন।পরবর্তিতে সিনিয়র টেকনিক্যাল অফিসার হন। দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।তাঁর মূল বিচরণ টেলিকমিউনিকেশন্স ল্যাবে হলেও প্রয়োজনে কম্পিউটার এবং নেটওয়ার্কিংএর নানাবিধ কাজে তিনি বিশেষভাবে সহযোগিতা করেছেন।
বুয়েট ইইই পরিবার এই তিন উজ্জ্বল নক্ষত্রকে অকালে হারিয়ে মর্মাহত। সৃষ্টিকর্তা এই তিন গুণীর আত্মাকে শান্তি প্রদান করুন এটাই সবার চাওয়া।
রণসভা ও দোয়া মাহফিলের ইউটিউব লাইভের লিঙ্কঃ
https://www.youtube.com/watch?v=pkaAaR25_1A
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!