আজ ১৮ই মে (মঙ্গলবার) অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৬৫তম অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ২২ শে মে ২০২১ থেকে পুনরায় বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হবে। তবে, শুরুর প্রথম সপ্তাহে (একাডেমিক ক্যালেন্ডারের ৭ম সপ্তাহে) কোন ধরনের ক্লাস টেস্ট, ল্যাবটেস্ট বা কুইজ হবে না।
এর আগে, গত ০৩/০৫/২০২১ তারিখে ডীনস কমিটির সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেনীর বিভিন্ন লেভেল/ টার্মের অনলাইন একাডেমিক ক্যালেন্ডার পুনঃসংশোধন করা হয়। সংশোধিত ক্যালেন্ডার অনুযায়ী ২২ শে মে ২০২১ থেকে পুনরায় অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আগের সিদ্ধান্ত অনুযায়ী সর্বাত্মক লকডাউন বৃদ্ধিতে অনলাইন ক্লাস না হওয়ার ঘোষণার মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়। আজ জরুরী অধিবেশনে ক্লাস শুরুর সিদ্ধান্ত আসায় সে ধোঁয়াশার অবসান হলো।
উল্লেখ্য, চলমান কোভিড-১৯ মহামারি তীব্র আকার ধারন করায় বিগত ১৭ এপ্রিল ২০২১ থেকে ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত এবং পরবর্তিতে পুনরায় ২৯ এপ্রিল ২০২১ থেকে পুনরায় স্থগিতাদেশ বৃদ্ধি করে সকল শিক্ষা কার্যক্রম স্থগিত করেছিল বুয়েট
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!