গত ২১ ফেব্রুয়ারি থেকে ১২ মে তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয় দেশের প্রথম উইকি এডুকেশন প্রোগ্রাম। উইকি-মিডিয়া বাংলাদেশের তত্ত্বাবধানে প্রথমবারের মতো আয়োজিত উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করে বুয়েট শিক্ষার্থীরা। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, যন্ত্রকৌশল বিভাগ,পুরকৌশল বিভাগ সহ বিভিন্ন বিভাগের ছাত্ররা বাংলা উইকিপিডিয়ায় প্রযুক্তি ও প্রকৌশল সম্পর্কিত মোট ১০৩টি নিবন্ধ রচনা করে।
উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ যেখানে ইংরেজি ভাষায় নিবন্ধ রয়েছে ৬০ লক্ষাধিক, অথচ বাংলা ভাষায় নিবন্ধের সংখ্যা মাত্র ১ লক্ষ।বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৌশল সম্পর্কিত বিশেষ কোন নিবন্ধই উইকিপিডিয়ায় বাংলায় পাওয়া যায় না।ফলে আশ্রয় নিতে হয় ইংরেজি নিবন্ধের, যা সর্বস্তরের মানুষের পক্ষে বোঝাও সহজসাধ্য নয় ।তাই বাংলা ভাষায় প্রকৌশল ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন জ্ঞান মানুষের কাছে সহজ করে তুলে ধরতেই উইকি এডুকেশনের এই আয়োজন। উইকি-মিডিয়া বাংলাদেশ আয়োজিত এডুকেশন প্রগ্রামের সর্বপ্রথম সংস্করণে অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
উক্ত প্রোগ্রামে অংশগ্রহনকৃত শিক্ষার্থীদের প্রদান করা হবে শুভেচ্ছা স্মারক হিসেবে সনদ ও স্যুভেনির।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!