বাচ্চাদের মসজিদমুখী করতে ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিতে এক ভিন্নধর্মী আয়োজন করলেন বুয়েট শিক্ষার্থী আমির ফয়সাল।
আমির ফয়সাল বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ১৬ ব্যাচের শিক্ষার্থী, কোভিড -১৯ সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন শুরু হলে তিনি অন্য শিক্ষার্থীদের মত গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি গ্রামে চলে যান। সেখানে তিনি লক্ষ্য করেন, এলাকার বয়স্করা মোটামুটি মসজিদে আসলেও, বাচ্চাদের মসজিদে আসার হার খুবই কম। এরপর তিনি এই ভিন্নধর্মী উদ্যোগের কথা চিন্তা করেন।
আমির বলেন,আমি নিজে ও বুয়েটের এলাম্নাইদের থেকে ফান্ডিং করে এই প্রজেক্টটা হাতে নিই। মূলত যেসব বাচ্চারা টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করবে তাদেরকে সাইকেল গিফট করার কথা ঘোষণা দিই। এছাড়াও বাচ্চাদের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করার জন্য তাদেরকে নিজেই কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত করা, জরুরি মাসয়ালা মাসায়েল ইত্যাদি শিক্ষা দিই।
৪০ দিন একটানা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে সাইকেল জিতেছে মোট ১১ জন শিশু কিশোর।
এছাড়াও দেশব্যাপী লকডাউনে যখন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ হয়ে গিয়েছিল, তিনি বাচ্চাদের গ্রামের মক্তবে বিভিন্ন বিষয়ে পড়িয়েছেন এবং বাচ্চাদের টেনিস বল ও অন্যান্য খেলার সামগ্রী কিনে দেন।
লকডাউনের সময় বাচ্চাদের সঙ্গে এভাবে সময় কাটানোর বিষয়টি বুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে প্রশংসিত হয়েছে।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!