
দেখতে দেখতে শেষ হয়ে গেল মাহে রমাদান আর চলে এলো আমাদের পবিত্র ঈদুল ফিতর।
ঈদ মানে খুশি, কিসের খুশি?ছোটবেলায় আমরা বুঝব না বলে আমাদের বলা হত দীর্ঘদিন না খেয়ে থাকার থেকে মুক্তি লাভের খুশি। কিন্তু, আসলে এ খুশি কিসের? এই যে পুরা রমাদান জুড়ে আপনি আল্লাহকে খুশি করতে সিয়াম সাধনা করছেন, নিজের বিভিন্ন বদ অভ্যাস ত্যাগের চেষ্টা করেছেন, গুনাহ ছাড়ার চেষ্টা করেছেন, কুরআন পড়েছেন, তারাবিহ পড়েছেন, এগুলোই আপনার খুশির কারণ।
ঈদের দিন আনন্দ করব,
কারণ আমরা কুরআন তিলাওয়াত করার সুযোগ পেয়েছি,
কারণ আমরা গরীবের হাতে যাকাতের টাকা তুলে দিয়েছি,
কারণ আমরা পুরনো গুনাহগুলো থেকে তওবা করেছি,
কারণ আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়েছি,
শুধু ঈদ মুবারক বলা নয়, সাথে দুয়া করি,
“তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
অর্থ- আল্লাহ আমাদের ও তোমাদের পক্ষ থেকে (ঈবাদতগুলো) কবুল করুক।
বুয়েট সেন্ট্রাল মসজিদে ঈদুল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৭.৩০ মিনিটে ও দ্বিতীয়টি সকাল ৮.৩০ মিনিটে।
ঈদের জামাত পড়ে ঘরে থাকুন, ঈদগাহে মাস্ক পড়ে যেতে ভূলবেন না যেন!
বুয়েট সাংবাদিক সমিতির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!