ক্যান্সার নির্ণয়ের জন্য সবুজ রসায়ন প্রয়োগের মাধ্যমে কার্যকরী গ্রুপ সংবলিত আয়রন অক্সাইড-ভিত্তিক এক নতুন ধরনের অজৈব এনজাইম উদ্ভাবন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের পিএইচডি শিক্ষার্থী ফাতেমা জেরীন ফারহানা। গবেষণাটি বুয়েট ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে করা হয়। যার মাধ্যমে অল্প খরচে ও সল্প সময়ে ক্যান্সার রোগের জন্য দায়ী বিভিন্ন বায়োমার্কার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যাবে।
সাধারণত প্রাকৃতিক এনজাইম-ভিত্তিক এলাইজা পদ্ধতি ব্যবহার করে ক্যান্সারসহ মানুষের বিভিন্ন প্রকার রোগ নির্নয় করা হয়, যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাছাড়া এর সংরক্ষণ পদ্ধতিও অনেক জটিল। কিন্তু ফাতেমা জেরীন ফারহানা এমন একটি অজৈব এনজাইম উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন যাতে প্রাকৃতিক এনজাইমের মোটামুটি সব ধর্মই বজায় থাকে। এক্ষেত্রে খরচও কম; আবার এর সংরক্ষণ পদ্ধতিও সহজ এবং এটি দিয়ে ক্যান্সার বায়োমার্কার প্রাথমিক পর্যায়ে নির্ভুলভাবে রোগ শনাক্ত করা যায়।
এই নতুন শ্রেণির অজৈব এনজাইমের পৃষ্ঠে প্রয়োজনীয় কার্যকরী গ্রুপ যুক্ত করে এদেরকে বিভিন্ন বায়োমলিকিউল দিয়ে সাজিয়ে এদের বহুমুখী ধর্ম ব্যবহার করে মানুষের রক্ত, প্রশ্রাব বা লালায় উপস্থিত ক্যান্সারসহ বিভিন্ন রোগের বায়োমার্কার সহজে নির্ণয় করতে পারবে। এই বিশেষ শ্রেণির এনজাইমগুলোর চুম্বকীয় ধর্মও আছে।
গবেষণাটি তত্ত্বাবধান করেছেন বুয়েটের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শাখাওয়াৎ হোসেন ফিরোজ ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সিদ্দিকী রিসার্চ ল্যাবের প্রধান ড. মুহাম্মদ জে. এ. সিদ্দিকী শামিম। ফারহানা মূলত ন্যানোপার্টিকেল এবং জৈব ও অজৈব যৌগ তৈরির কাজ করেন। তিনি ২০১৮ সালে ক্যান্সারের চিকিৎসা শনাক্তকরণ কাজে যুক্ত হন সিদ্দিকী রিসার্চ ল্যাবের সঙ্গে যৌথ কাজের মাধ্যমে। এ গবেষণার ফলাফল এ মাসে দ্য রয়েল সোসাইটি অব কেমিস্ট্রি জার্নাল, অ্যানালিস্ট এবং দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটি জার্নাল, এসিএস অ্যাপ্লাইড ন্যানো ম্যাটেরিয়ালসে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ক্যান্সার রোগের কারণে প্রতি বছর পৃথিবীব্যাপী লাখ লাখ মানুষ মারা যান। প্রাথমিক পর্যায়ে সঠিকভাবে ক্যান্সার নির্ণয়ের মাধ্যমে এই মৃত্যু সংখ্যা কমানো সম্ভব। এই নতুন শ্রেণির অজৈব এনজাইম প্রাথমিক পর্যায়ে ক্যান্সার রোগ নির্ণয় করার জন্য স্বল্পমূল্যের ডিভাইস বানাতে কার্যকরি ভূমিকা রাখবে বলেই গবেষকদের ধারণা।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!