Directorate of Continuing Education(DCE) ওয়েবসাইটে ড. মোহাম্মদ নাসিম হাসান এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানা যায়, এই প্রথম DCE শিক্ষার্থীকেন্দ্রিক ২ দিনব্যাপী কর্মশালা -
'' Work shop on Soft Skills Development '' আয়োজন করতে চলেছে।
আগামী ১২ আগস্ট এবং ১৩ আগস্ট এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন অধ্যাপক জয় চৌধুরী (পরিচালক, টেকনো ইন্ডিয়ান গ্রুপ, কলকাতা, ভারত)।
উক্ত কর্মশালা ৩ টি ভাগে বিভক্ত-
সেশন-১ Introduction to soft skills and life skills ( ১৯ ব্যাচ এর শিক্ষার্থীদের জন্য )
সময়-সকাল ০৯:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত (১২ আগস্ট, ২০২২ )
সেশন-২ Career Guidance (১৭ ব্যাচ এর শিক্ষার্থীদের জন্য) সময়- বিকাল ০৩:০০ টা থেকে সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত ( ১২ আগস্ট, ২০২২ )
সেশন-৩ Soft Skill and Communication Development (১৮ ব্যাচ এর শিক্ষার্থীদের জন্য )
সময়- বিকাল ০৫:৩০ থেকে রাত ০৮:৩০ পর্যন্ত (১৩ আগস্ট,২০২২)
উক্ত কর্মশালায় অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া এবং কোথায় হবে তা DCE এর ওয়েবসাইট (https://dce.buet.ac.bd) এ জানানো হবে।
প্রত্যেক সেশনে সর্বোচ্চ ১৫০ জনকে সুযোগ দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি আরও বলেন, "এই ধরনের কর্মশালা আয়োজন করার পেছনে ভিসি এবং প্রোভিসি স্যারের সদিচ্ছা, শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রতিযোগীতার সাফল্য, শিক্ষার্থীদের গবেষনার প্রতি আগ্রহ দেখে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও যারা দেশের বাইরে গিয়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করে, তাদের জন্য বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে ফান্ডিং এর উদ্যোগ নেওয়া হচ্ছে।"
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!