গতকাল (২৮শে জুলাই) ও আজ (২৯শে জুলাই) এ ভর্তি কার্যক্রম চলে। গতকাল 'খ' বিভাগ ও 'ক' বিভাগের প্রথম ৬০০ জনের ও আজকে বাকি ছাত্রদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।
'ক' বিভাগে (ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি) ৬২ জন ও 'খ' বিভাগে (স্থাপত্য) ৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের দিয়ে বাকি সিটগুলো পূরণ করা হবে।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!