"সত্যে, সাম্যে, একতায়"

BdoSM এর Girls' Mobile App Development প্রতিযোগিতায় জয় বুয়েটের মেয়েদের






-"কিরে মা, এতো রাত এ বাইরে যাবি ?"


-"সাবধানে যাইস, আমাদেরও চিন্তা হয় !"


মেয়ে হয়ে জন্মালে এরকম কথা হয়তো কম শুনতে হয়নি। এককালে এসব কথার মর্ম হয়তো বুঝতাম না অনেকেই, হয়তো মাঝেমধ্যে একটু রাগও হতো, কই, এসব কথা তো ভাইয়াকে এতবার বলে না! কিন্ত আস্তে আস্তে যখন বড় হই, বুদ্ধি হয়, যখন পত্রপত্রিকায় ছাপা এসব পাচ-দশটা ভয়াবহ কাহিনি চোখে পড়ে, যখন মনে হয়, এরকম আর কত হাজারও অব্যক্ত কাহিনি আছে, যেগুলো নিশব্দে চাপা দেওয়া হয়, তখন মনে হয় মেয়ে হয়ে জন্মানোটাই কি ভুল হলো নাকি!


এখন অবশ্য অনেক কিছুই বদলেছে। আইন সংশোধিত হয়েছে, শাস্তি কঠোর হয়েছে- কিন্তু অন্ধকারে ঘটে যাওয়া এসব ভয়ঙ্কর অবিচারের সমাপ্তি সমাজ এখনো টানতে পারেনি। এরকম হাজারো নির্বাক মেয়ের গল্প ও নতুন প্রজন্মের সামনে অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে watchers 24/7 এর উদ্ভাবন। এই app উপস্থাপনার মাধ্যমে Bangladesh Open Source Network (BdOSN) ও বাংলাদেশের একমাত্র appstore BDapps কর্তৃক আয়োজিত "Girls' Mobile App Development" প্রতিযোগীতায় বিজয়ী ঘোষণা করা হলো বুয়েটর Team Watcher কে।


BdOSN কর্তৃক আয়োজিত “Bridging Industry-Academia to increase participation of women in ICT sector: Challenges and Scope” শীর্ষক একটি অনলাইন ওয়েবিনারের শেষে ITU Girls in ICT Day উদযাপনের অংশ হিসাবে ৩ মে এই প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও BdOSN এর সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল । প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল ২২ এপ্রিল, International ICT day উদযাপনে বাংলাদেশের মেয়েদেরকে অন্তর্ভুক্ত করা- তাদের ভাবনাধারার নতুনত্ব ও সফটওয়্যার ক্ষেত্রে দক্ষতাকে কাজে লাগিয়ে মোবাইল এপ্লিকেশন তৈরী করা। দেশের ৩৭টি বিশবিদ্যালয় থেকে প্রায় ১০০ শিক্ষার্থী থেকে প্রথম দশটা Team নির্বাচিত হয়েছে।


এখন আসি Watchers 24/7 এর প্রসঙ্গে । Team Watchers ( সানজানা সিরাজ, রিয়া দে, সাইরা সীমা ) তাদের প্রজেক্ট স্টেটমেন্ট এ ২০২০ সালের জানুয়ারী থেকে সেপ্টেম্বর সময়সীমায় আইন প্রয়োগকারী সংস্থা থেকে প্রাপ্ত পরিসংখ্যান তথ্য ব্যবহার করে নারী নির্যাতন, ও ধর্ষণ এর আংশঙ্কাজনক চিত্র তুলে ধরে । তাদের ভাষ্যমতে, এইক্ষেত্রে সবচেয়ে কার্যকরী হবে Watchers24 এর মতো একটা geo-location tracking মোবাইল App যার মাধ্যমে ব্যবহারকারী কোনো ধরনের বিপদের পূর্বাভাস পেলে অথবা কোনো বৈরিতা অনূভব করলে তার অবস্থানের তথ্য তার পরিচিতদের কাছে পাঠিয়ে দিতে পারবে । App টির অন্যতম বৈশিষ্ট্য SOS button, যার মাধ্যমে মুহূর্তের মধ্যে ব্যবহারকারীর সকল কন্টাক্ট এর কাছে তার অবস্থান Google maps এ চিহ্নিত করে বিশেষ বার্তা পাঠানো হবে, সুতরাং, খুব শীগ্রই ব্যবস্থা নেয়া সম্ভব। Watchers 24/7 এর সমসাময়িক প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে Messenger ও Life 360 এর মতো App, কিন্তু কোনোটাই Watchers 24/7 এর মতো বাংলাদেশের প্রেক্ষাপটে পুরাপুরি কার্যকরী না। Messenger মূলত বার্তা পাঠানোর জন্যে উপযোগী, এবং Life 360 আমেরিকার পরিপ্রেক্ষিতে যথাযোগ্য।


Watchers 24/7 এখনো পুরাপুরি ব্যবহারের যোগ্য হয়ে উঠেনি। Team Watchers এখনো এই App এর উপর কিছু উদ্ভাবন কাজ করতে আগ্রহী, যার মধ্যে উল্লেখযোগ্য হলো অপরাধ সংঘটনের মাত্রার মাধ্যমে এলাকাভিত্তিক শ্রেণীবিভাগ, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সক্রিয় যোগাযোগ, ও হাসপাতাল-ক্লিনিক এ নেয়ার জন্যে দ্রুত ব্যবস্থা ।


হয়তো একে দিয়েই সূচনা, এরকম শত শত ছোটখাটো উদ্যোগে এক সময় এই সমাজ, এই পরিবেশ মেয়েদের জন্যে নিরাপদ হবে। শেষমেশ হয়তো স্বাধীন, স্বাবলম্বী জীবনের অধিকারটুকু লুণ্ঠণ করে আনতে হবে মেয়েদের নিজেদেরই , তাই এরকম পদক্ষেপের কোনো বিকল্প থাকে না।


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত