ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ (ERC) - ২০২১ এর রিমোট এডিশনের কোয়ালিফিকেশন রাউন্ডে বিশ্বের সেরা ৩৮ টি দলের মধ্যে মোট ৭৬.৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করে ফাইনাল রাউন্ডে উঠেছে বুয়েটের মার্স রোভার টিম - টিম ইন্টারপ্ল্যানেটার । এর আগে গত ১৫ই এপ্রিল এই কোয়ালিফিকেশন রাউন্ডের প্রিলিমিনারি রিপোর্ট সাবমিশনের পর একটি ROS -ভিত্তিক সিমুলেশনের ভিডিও প্রকাশ করা হয় ইউটিউবে :
https://www.youtube.com/watch?v=4dx4pPNVf4M
উল্লেখ্য, ইআরসি একটি আন্তর্জাতিক মার্শিয়ান স্পেস - রোবট কম্পিটিশন যা ২০১৪ সাল থেকে পোল্যান্ডে অনুষ্ঠিত হয়ে আসছে । এই প্রতিযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী ও গবেষকদের কতগুলো দল ১২ মাসের প্রচেষ্টায় একটি ক্রিয়াশীল উন্নতমানের রোবট তৈরি করে, যেটা কিনা সত্যিকার নাসা মিশনে ব্যবহার করা যাবে । বরাবরের মতো এ বছরও এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে, যার ফাইনাল রাউন্ডটি অনুষ্ঠিত হবে আগামী ১০ - ১২ সেপ্টেম্বর পোল্যান্ডের কিয়েলসে ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!