"সত্যে, সাম্যে, একতায়"

অসচ্ছলদের পাশে থেকে এনট্রান্স ডে পালন করলো বুয়েট ইইই' ১৮






রমজানে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্যদিকে চলমান লকডাউনে উপার্জন বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষদের জীবন হয়ে উঠেছে দূর্বিষহ। এমনই এক সময়ে একশ দুস্থ পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়েছে বুয়েটের ইইই ব্যাচ ১৮।


বুয়েটের ব্যাচ ১৮ এর ক্লাস শুরুর এক বছর পার না হতেই সারাদেশে করোনার প্রকোপ দেখা দেয়। ক্যাম্পাস বন্ধ থাকায় দেশের বিভিন্ন প্রান্তে ঘরে বসে অনলাইনে চলছে তাদের ক্যাম্পাসজীবন। এরমধ্যে প্রথম বর্ষপূর্তি গত বছর ঘরে বসেই কাটাতে হয়েছে তাদের। এবছর ২৯ শে এপ্রিল দ্বিতীয় বর্ষপূর্তিতে অর্থপূর্ণ কিছু করে দিনটিকে পালন করার সিদ্ধান্ত নেয় ব্যাচের ইইই ডিপার্টমেন্ট। আর সেই সিদ্ধান্তে বুয়েটের গার্ড,কর্মচারীসহ ১০০ পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি আটা, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ প্যাকেট নুডলস,সেমাই, ১ টি সাবান দিয়েছে তারা।


এছাড়া আরো নানা কর্মসূচীতে দিনটি পালন করেছে তারা।


করোনার শুরু থেকেই বুয়েট পরিবার বিভিন্নসময় দেশের অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে, বাড়িয়েছে সাহায্যের হাত। সেই মিছিলের অংশ হতে পেরে অত্যন্ত খুশি ইইই'১৮। বিভাগের এক শিক্ষার্থী বলেন, "দিনটি তো অনেক ভাবেই পার করা যেতো, তাই না? কিন্তু এই যে অসহায়দেয় পাশে এসে যেই শান্তিটা পাওয়া যাচ্ছে সেটা আর কোথায় পাব?"



মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত