চলমান করোনা পরিস্থিতির মধ্যেই বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা ৫ই মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সারাদেশে ঘোষিত সর্বাত্মক লকডাউনে কার্যত অচল হয়ে পড়েছে সবকিছু। ২৮শে এপ্রিল প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে চলমান ছুটি বর্ধিত করে ৫ই মে পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, বুয়েট এ বছরের ২৭ ফেব্রুয়ারী থেকে জানুয়ারি'২১ টার্মের ক্লাস অনলাইনে শুরু করলেও করোনা পরিস্থিতির হঠাৎ অবনতি হওয়ায় সরকারের ঘোষিত লকডাউনের সাথে সাথে ১ম দফায় গত ১৪ই এপ্রিল থেকে ২১শে এপ্রিল পর্যন্ত, ২য় দফায় ২৮শে এপ্রিল পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এর মধ্যেই গত ১১ই এপ্রিল করোনায় প্রাণ হারান বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক তাইফুর রহমান। চলমান পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুসারে লকডাউনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানোয় বুয়েটের অনলাইন শিক্ষা কার্যক্রমও এক সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪শে এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে পরলোক গমন করেন বুয়েটের সাবেক উপাচার্য এ এম এম সফিউল্লাহ। এছাড়া প্রায় ২৫০ এর অধিক শিক্ষার্থী বা তাদের নিকটাত্মীয় কোভিড-১৯ আক্রান্ত রয়েছেন। এর মধ্যে ১০৭ জন শিক্ষার্থী নিজে ও ১৫১ জন শিক্ষার্থীর নিকটাত্মীয় (মা/বাবা/ভাই/বোন) রয়েছেন।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!