"সত্যে, সাম্যে, একতায়"

করোনা, রমজান আর এক দল সারথী






কেবল পাঠ্যবইয়ের গণ্ডির ভেতর নিজেকে আবদ্ধ রাখলে একজন শিক্ষার্থী কখনোই তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাকে জানতে হবে তার সমাজ সম্পর্কে, সেই সমাজের মানুষগুলো সম্পর্কে। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই স্বপ্নসারথির পথ চলা শুরু।


"স্বপ্নসারথি" বুয়েট ১৭ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে গড়ে ওঠা একটি স্বপ্নের সংগঠন। ২০১৮ সালের ৭ নভেম্বর মাত্র ৭ জন সদস্য নিয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি। খুব স্বল্প পরিসরে নিজেদের যাত্রা শুরু করলেও ক্রমশ এর পরিধি যেমন বেড়েছে, তেমনই প্রতিনিয়ত এর সাথে যুক্ত হয়েছে বিভিন্ন শ্রেণি - পেশার আরও কিছু মানুষ, যাদের অধিকাংশই দেশের আনাচে - কানাচে ছড়িয়ে থাকা শিক্ষার্থীরা। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ৩২০ জন।


প্রতিষ্ঠার পর থেকেই স্বপ্নসারথি সাধারণ মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়ানোর চেষ্টা করেছে। প্রধানত শিক্ষা ও চিকিৎসাসেবা এই মৌলিক চাহিদা দুটিকে সামনে রেখেই কাজ করছে স্বপ্নসারথি। এ পর্যন্ত প্রায় ৪০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তিসহ বিভিন্নভাবে সাহায্য করেছে, যাদের মধ্যে অনেকেই এখন দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।


বেশ কয়েকজন মৃত্যুপথযাত্রী রোগীকে সাহায্য করে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন সময় তাদের সাথে কাজ করছে সংগঠনটি। তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনার সঙ্গী হয়েছে সব সময়। আমাদের সমাজে অনেক অসহায় মানুষ যেমন আছে, তেমনই আবার অনেক অবস্থাসম্পন্ন মানুষ আছেন, যারা নিজের সাধ্যমতো অন্যের উপকার করতে চান। স্বপ্নসারথি এই দুই দলের মধ্যে সেতুস্বরূপ একটি প্ল্যাটফর্ম।


যখন বাংলাদেশসহ সারা বিশ্ব কোভিড -১৯ নামক মহামারির প্রথম ধাক্কায় দিশেহারা, তখন হাত গুটিয়ে বসে না থেকে এগিয়ে এসেছে স্বপ্নসারথি। এ সময় দেশের ৪ টি হাসপাতালে চিকিৎসকদের মাঝে মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ, গগলসসহ প্রায় পৌনে দুই লক্ষ টাকার নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে সংগঠনটি।


এছাড়াও "বিদ্যানন্দ-এক টাকায় আহার" ও "শাহনাজ ইব্রাহীম ফাউন্ডেশন" এর উদ্যোগে অসহায় মানুষ এবং লকডাউনে আটকে পড়া মানুষের মাঝে খাবার বিতরণে বিশেষ ভূমিকা রাখে স্বপ্নসারথি। পাশাপাশি বুয়েটের রসায়ন বিভাগ, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন" ও "রক্ষী"র সাথে একত্র হয়ে সারা দেশে প্রায় ৮০টি হাসপাতালে কয়েক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেয়ার মহাযজ্ঞে "স্বপ্নসারথি" শুরু থেকেই তাদের বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।


এছাড়াও গত বছর রমজান এবং লকডাউন মিলিয়ে যখন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো অর্ধাহার ও অনাহারে দিন কাটাচ্ছিল, তখন স্বপ্নসারথির সদস্যরা প্রায় ৬০ টি পরিবারের মাঝে ১ মাসের খাবার ও চিকিৎসা সামগ্রী বাবদ ১ লক্ষের অধিক টাকা বিতরণ করেন। আর তারই ধারাবাহিকতায় এবারও রমজান মাসে স্বপ্নসারথি কাজ করছে "Heal The Soul" প্রজেক্টের আওতায় ১০০ টি অসহায় পরিবারের মাঝে ১০ দিনের খাবার বিতরণের জন্য। আর এবার তার সাথে যুক্ত হয়েছে "ফুলের কলি ফাউন্ডেশন" এবং "Happiness for All" নামে আরও দুটি সামাজিক সংগঠন। এই মহান কর্মযজ্ঞে স্বপ্নসারথি সমাজের সকল মানুষকে তার পাশে চায়। তাই যেকোনো সাহায্যের জন্য নিচের নম্বরগুলো ব্যবহার করতে পারবেন :


বিকাশ : 01878110035


রকেট : 01878110035-2


নগদ : 01878110035


Bank : Dutch-Bangla Bank Limited


Acc Title : Sazzad Hossain Rafi


Acc No. : 1971510122794


Branch : Matuail - 197


Routing : 090274004


Swift : DBBLBDDH


বিস্তারিত জানতে : https://fb.me/e/MIBpVyKJ


স্বপ্নসারথির সদস্যরা মনে করেন, নিজেদের আলোকিত করলেই এই দেশকে আলোকিত করা সম্ভব। তাই "Let's Be The Light" স্লোগানকে সামনে রেখে প্রতিনিয়ত হাজার মানুষের স্বপ্ন পূরণ করে আলোকিত এক দেশ গঠনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ছুটছে এই সারথিরা।


ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সভাপতি অভিজিৎ সাহা বলেন, "আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক স্রোতের সাথে তাল মিলিয়ে মূলধারায় যুক্ত করার সাথে সাথে আরও বেশ কয়েকটি সেক্টরে আমরা নিজেদের পদচিহ্ন রাখতে সক্ষম হব। এর জন্য আমাদের আরও লোকবল প্রয়োজন। তাই আমরা বুয়েটের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও স্বপ্নসারথির বার্তা পৌঁছে দেয়ার কাজ করে চলেছি।"


স্বপ্নসারথির অফিসিয়াল ফেসবুক পেজ :


https://www.facebook.com/ShopnoSarothi.Bangladesh/


"Heal The Soul" প্রজেক্টের ফেসবুক ইভেন্ট লিংক : https://fb.me/e/40EzEQndl


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত