বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট) এর ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তা -কর্মচারীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে বুয়েট মেডিকেল সেন্টার। স্ব-স্ব হল থেকে মেডিক্যাল কার্ড ইস্যু করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যেকোনো চলমান শিক্ষার্থীরা বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ, ডায়াগনস্টিক টেস্ট এবং দরকারী সব ঔষুধ পেয়ে থাকেন বুয়েট মেডিকেল সেন্টার থেকে । শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ন বিনামুল্যে মিলে বিশেষজ্ঞ পরামর্শ ,ডায়াগনস্টিক টেস্ট ও ওষুধপ্ত্রের জন্যে নির্ধারিত ফি মাসিক বেতন থেকে কেটে নেওয়া হয়ে থাকে।
এখন পর্যন্ত বুয়েট মেডিকেল সেন্টারে সর্বমোট ৯ টি ইউনিট সমূহ- (১) GENERAL UNIT (২) CARDIAC UNIT (৩) OPTHALMOLOGY UNIT (৪) DENTAL UNIT (৫) PHYSIOTHERAPY UNIT (৬) CONTIGUOUS PATIENT UNIT (৭) PSYCHIATRY UNIT (৮) CLINICAL INVESTIGATION UNIT (৯) OBSERVATION UNIT সহ বিভিন্ন ধরনের টেস্ট সমূহ – (১)Imaging Tests (২) Pathology and Microbiological Lab Tests (৩) Dental ও (৪) Physiotherapy ‘র সর্বমোট ৮০ টির মতো টেস্ট সেবা চালু রয়েছে। এছাড়াও রয়েছে নিজস্ব ফার্মেসী, ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিস, আইসোলেটেড বেড এবং পরীক্ষণের জন্যে সিক বেড ।
করোনা মহামারীতেও ২৪/৭ রোগীদের সেবায় সার্বক্ষনিক খোলা রয়েছে হেলথ কমপ্লেক্সটি । কিন্তু ডায়াগনস্টিক সেবা পাওয়া যাবে শনি থেকে বুধ সকাল (৯ টা থেকে বিকাল ৫টা) ও বিশেষজ্ঞ পরামর্শ সেবা মিলবে সপ্তাহে নির্ধারিত দিন ও সময়ে । প্রতিটি ইউনিটের সেবার বিস্তারিত দিন ও সময় সংক্রান্ত তথ্য মিলবে মেডিকেল সেন্টারের নিজস্ব এই ওয়েবসাইটে (http://medical.buet.ac.bd)
গত বছরের মার্চ মাসে বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল এবং অফলাইন শিক্ষাকার্যক্রম । ফলস্বরুপ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীদের ঢাকার বাহিরে চলে যেতে হয়। এমতাবস্থায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে নানান উদ্যোগ গ্রহন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং কর্মকর্তা -কর্মচারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে এসব সুযোগ সুবিধা লাভ করতে পারেন।
টেলিমেডিসিন ও ভিডিও কনফারেন্সিং সেবাঃ
কোভিড ১৯ সংক্রান্ত যেকোনো পরামর্শের জন্যে বুয়েটের ডাক্তাররা টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছে। টেলিমেডিসিন সেবাটি পাওয়া যাবে- মোবাইলঃ ০১৭২৬৬৯৮৮৫১, টেলিফোনঃ ৯৬৬৫৬২৫ (PABX) এক্সটেনশনঃ ৬৬৬৬ ( ইমারজেন্সী ) এই নাম্বার সমূহে।
এছাড়াও ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ফেইস টু ফেইস কনসালটেশন পাওয়া যাবে ( শুধু মাত্র কোভিড-১৯ সংক্রান্ত Urgent Help এর জন্য ) । এই সেবাটি ছাত্রছাত্রীরা তাদের প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি ( অফিস ৩৬৫) দিয়ে মাইক্রোসফট টিমসের মাধ্যমে নির্ধারিত সময়ে ( শনি-বুধ সকাল ৯ টা থেকে দুপুর ১ টা এবং দুপুর ২.৩০ থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত) ভিডিও মিটিং এর মাধ্যমে পাবেন এবং মিটিং এর লিঙ্ক মেডিকেল সেন্টারের ওয়েবসাইটে কোভিড-১৯ সেকশন এ পাওয়া যাবে।
ই-কন্সালটেশন সেবাঃ
কোভিড-১৯ প্যান্ডেমিক এর কারনে কার্ডিয়াক এবং মেন্টাল হেলথ সমস্যা সংক্রান্ত বিশেষজ্ঞ পরামর্শ হোয়াটস এপ এর মাধ্যমে পাওয়া যাবে।
-কার্ডিয়াক ইউনিটঃ-প্রফেসর ডাঃ এস টি এম আবু আজম (শনি-সোম-বুধ; সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা); হোয়াটস এপঃ ০১৭১৩০১৩০৬৪.
-সাইকিয়াট্রি ইউনিটঃ- প্রফেসর ডাঃ এ এইচ এম মোস্তাফিজুর রহমান (শনি-সোম-বুধ; সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা); হোয়াটস এপঃ ০১৭১১৬৬৪২৮৭.
এছাড়াও ছাত্রছাত্রী,শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ পেন্ডেমিক থেকে রক্ষা করতে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং এই সংক্রান্ত আরও সেবাসমূহ মেডিকেল সেন্টারের ওয়েবসাইটের COVID-19 সেকশনে পাওয়া যাবে ।
তথ্যসূত্রঃ- বুয়েট মেডিকেল সেন্টার
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!