পবিত্র ইদুল আজহার ছুটির পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শ্রেণি কার্যক্রম ১ সপ্তাহ অনলাইনে পরিচালিত হবে। উক্ত সপ্তাহে কোন ধরনের ক্লাস টেস্ট, এসাইনমেন্ট, কুইজ নেয়া যাবে না। পরবর্তী সপ্তাহ (২৩শে জুলাই, ২০২২ং) থেকে যথারীতি সশরীরে শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
গত ৫ই জুলাই অনুষ্ঠিত বুয়েটের একাডেমিক কাউন্সিলের ৪৮২ তম (জরুরি) অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ড. মিজানুর রহমান বলেন, "ইদের পরপরই ক্লাস শুরু হওয়ায় ছাত্রদের ঢাকা ফিরতে সমস্যা হবে। ছাত্ররা এ ব্যাপারটি মেইল করে জানালে তা একাডেমিক কাউন্সিলে আলোচনা হয় এবং তার পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ অনলাইনে শ্রেণি কার্যক্রম চালিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়, যাতে ছাত্ররা বাসায় বসেই ক্লাসে অংশগ্রহণ করতে পারে।"
কোভিডের সংক্রমণ বৃদ্ধির ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ব্যবস্থা নেয়া হবে। আপাতত এ ধরনের কোন সিদ্ধান্ত নেয়া হয় নি।"
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!