সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনের নাম পরিবর্তন করে 'ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন' হিসবে পুনঃনামকরণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ০৬/০৪/২০২১ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫২৩ তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে,ড. জামিলুর রেজা চৌধুরীকে ২০১৮ সালে জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত করা হয়।এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তিনি ১৯৬৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েরই সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।এরপর ১৯৭৩ ও ১৯৭৬ সালে পর্যায়ক্রমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।২০০১ সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি বুয়েটের শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।
এছাড়াও বাংলাদেশের ভৌত অবকাঠামোর বেশ কয়েকটি প্রকল্পে তিনি অবদান রাখেন।এর মধ্যে বঙ্গবন্ধু সেতু,ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে,কর্ণফুলী সুড়ঙ্গ এবং সাম্প্রতিক সময়ের পদ্মা সেতু উল্লেখযোগ্য।
কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে একুশে পদক লাভ করেন।২০২০ সালের ২৮ এপ্রিল হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
তার অর্জন ও অবদানের স্বীকৃতিস্বরূপ তার সম্মানার্থে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আপামর শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!