বহুল আকাঙ্খিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ১৫ এপ্রিল সকাল ১০ টা থেকে আগামী ২৪ এপ্রিল, শনিবার, বেলা ৩টা পর্যন্ত বুয়েটের অফিশিয়াল ওয়েবসাইট, http://ugadmission.buet.ac.bd থেকে ভর্তি পরীক্ষার ফর্ম পূরন করা যাবে।
**পরীক্ষা পদ্ধতি**
গত ৫ বছরের তুলনায় খুবই ব্যতিক্রমী পন্থায় এ বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ পরিস্থিতির জন্য ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এমতাবস্থায় স্বাস্থবিধি মেনে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার লক্ষ্যে বুয়েট কর্তৃপক্ষ দু’টি ধাপের (প্রাক-নির্বাচনী এবং মূল ভর্তি পরীক্ষা) পরীক্ষা-পদ্ধতি গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করবে মোট ২৪,০০০ জন শিক্ষার্থী। এই পরীক্ষাটি ৪ শিফটে অনুষ্ঠিত হবে, প্রতি শিফটে ৬০০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রতি শিফটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের থেকে প্রথম ১৫০০ জন করে মোট ৬০০০ জন শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষা থেকে মূল পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুযোগ পাবে। মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে ১২১৫ জন তাদের স্বপ্নের শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে।
প্রাক-নির্বাচনী পরিক্ষায় "ক" (প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং "খ" (প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) বিভাগের জন্য মোট ১০০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে, প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% নেগেটিভ মার্কিং থাকবে। মূল ভর্তি পরীক্ষার নিয়মাবলী বিগত বছরগুলোর মতোই, অর্থ্যাৎ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
**যারা আবেদন করতে পারবে**
প্রাক-নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহনের আবেদন করার জন্য একজন শিক্ষার্থীর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে ৪.০০ থাকতে হবে; মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গনিত, পদার্থ বিজ্ঞান এবং রসায়নে জিপিএ ৫.০০ থাকতে হবে এবং মাধ্যমিক পরীক্ষায় সাধারন গনিত, পদার্থ বিজ্ঞান এবং রসায়ন তিনটি বিষয়ে সর্বমোট ২৭০ নম্বর পেতে হবে। বুয়েট কর্তৃপক্ষ আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ২৪০০০ জন শিক্ষার্থীকে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত করবেন।
অন্যদিকে, ২০১৭ সালে মাধ্যমিক এবং ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী যেসকল প্রার্থীর সংশোধিত ফলাফল ১০ সেপ্টেম্বর, ২০১৯ তারিখের পর প্রকাশিত হয়, তাদেরকে আবেদন করার জন্য এইচ,এস,সি তে গনিত, পদার্থ বিজ্ঞান এবং রসায়ন মিলে ৬০০ তে কমপক্ষে ৪৮০ নম্বর পেতে হবে।
**ভর্তি পরীক্ষার সময়**
প্রাক-নির্বাচনী পরীক্ষাটি ৪ শিফটে ৩১শে মে এবং ১লা জুন অনুষ্ঠিত হবে। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জুন, বৃহস্পতিবার।
মূল ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বুয়েট ওয়েবসাইটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘ক’ এবং ‘খ’ বিভাগের প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে।
২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রশ্নপত্রের জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ
Module A: https://drive.google.com/.../1UISqaz2jElqYDXetPoGqL1.../view
Module B: https://drive.google.com/.../1XaT3C2IRxXf5wppYKXlTJG.../view
তথ্যসূত্রঃ বুয়েট ওয়েবসাইট
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!