৩ বছর বিরতির পর আবার মাঠে গড়ালো মেকানিক্যাল ফেস্টের অর্ন্তভুক্ত অন্তঃ ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট। মেকানিক্যাল-১৭ থেকে মেকানিক্যাল-২১ পর্যন্ত প্রতিটি ব্যাচ থেকে একটি করে মোট ৫ টি দল নিয়ে এইবারের টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। গ্রুপ পর্বে ৫ টি দল একে অপরের সাথে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বের শীর্ষ ২ দল নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে।
১৭ ই ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টটির প্রথম খেলায় মুখোমুখি হয় মেকানিক্যাল-২০ এবং মেকানিক্যাল-২১ । টুর্নামেন্টটি উড়ন্ত সূচনা পায় যখন খেলার প্রথম দুই মিনিটেই দুই দল গোল করে। প্রথম গোলটি আসে মেকানিক্যাল-২১ ব্যাচের মাহমুদের পা থেকে। মেকানিক্যাল-২০ এর হয়ে তাৎক্ষণিক গোল করে দলকে সমতায় ফেরান সিফাত। দুই দলের মধ্যে ম্যাচের বাকী সময় হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দলই দ্বিতীয় গোলের দেখা পায়নি। নির্ধারিত সময় শেষে দুই দলই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। দিনের অপর খেলায় রুদ্রর একমাত্র গোলে মেকানিক্যাল-১৮ কে হারায় মেকানিক্যাল-১৯ ।
টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজকে ২০-১২-২০২২ তারিখে মুখোমুখি হয় মেকানিক্যাল-২০ এবং মেকানিক্যাল-১৮। প্রমথার্ধের খেলায় মেকানিক্যাল-২০ এর নাজিব গোল করে দলকে লিড এনে দেন। গোল হজম করার একটু পরেই গোল করে দলকে সমতায় ফেরান মেকানিক্যাল-১৮ এর সরকার। ম্যাচের বাকিটা সময় দাপটের সংঙ্গে খেলেও আর কোনো গোলের দেখা পায়নি মেকানিক্যাল-২০। ১-১ এ সমতায় খেলা শেষ হওয়ায় মেকানিক্যাল-১৮ হয়ত খুশি হবে কিন্তু আজকের ম্যাচ ড্র করার কারণে উভয় দলই টুর্নামেন্টে পিছিয়ে পড়ল।
আগামীকাল ১৭ ব্যাচ তাদের প্রথম ম্যাচে ১৯ ব্যাচের মুখোমুখি হবে ২:৩০ টায়। এই ১৭ ব্যাচ গত টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিলো৷
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!