প্রতিবারের ন্যায় এবারও বুয়েট জিমন্যাশিয়ামে বেশ জমকালো ভাবে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি । ৭ টি হল থেকে মোট ৭ টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৭ টি দলকে মোট ২ টি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ এ তে পড়ে তিতুমীর হল, আহসান উল্লাহ হল এবং শহীদ স্মৃতি হল। অপর গ্রুপে ছিলো সোহরাওয়ার্দী হল, ড. এম এ রশীদ হল, কাজী নজরুল ইসলাম হল এবং শের-এ বাংলা হল।
গ্রুপ এ তে আহসান উল্লাহ হল নিজেদের ২ টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং ১ টি ম্যাচ জিতে রানার্স আপ হয় তিতুমীর হল। গ্রুপ বি তে নিজেদের ৩ টি ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় শের-এ বাংলা হল এবং প্রথম ম্যা হেরেও পরের ২ টি ম্যাচ জিতে রানার্স আপ হয়ে সেমিফাইনালে যায় কাজী নজরুল ইসলাম হল।
সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আহসান উল্লাহ হল এবং নজরুল হল,এই ম্যাচে জয়লাভ করে ফাইনালে উঠে নজরুল হল। অপর সেমিফাইনালে আরেক গ্রুপ চ্যাম্পিয়নকে পরাজিত করে ফাইনালে উঠে তিতুমীর হল।
১৯ এ ডিসেম্বর শুরু হওয়া ৩ দিন ব্যাপি এই প্রতিযোগিতার পর্দা নামে তিতুমীর হল এবং গত দুইবারের চ্যাম্পিয়ন নজরুল হলের মধ্যকার ম্যাচ দিয়ে। ফাইনাল ম্যাচে তিতুমীল হল কে হারিয়ে টানা তৃতীয় বারের মত আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার অসামান্য কৃতীত্ব অর্জন করে কাজী নজরুল ইসলাম হল। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো খেলে দলকে চ্যাম্পিয়ন গড়ার কারিগর হাসনাত জামিল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!