"সত্যে, সাম্যে, একতায়"

বছর ঘুরে যান্ত্রিক জীবনে অযান্ত্রিক "রোবো কার্নিভাল" নিয়ে আসছে বুয়েট রোবোটিক্স সোসাইটি






ব্রিটানিকার মতে, একটি স্বয়ংক্রিয়ভাবে চালিত মেশিন যা মানুষের প্রচেষ্টাকে প্রতিস্থাপন করে তাকে রোবট বলা হয়। মেরি শেলি-র 'ফ্রাঙ্কেনস্টাইন' , জুল ভার্ন এর 'A journey to the center of earth ' বা সত্যজিৎ রায় এর প্রফেসর শঙ্কু চরিত্র কিংবা মুহম্মদ জাফর ইকবালের 'মিতুল ও তার রোবোট' বই গুলো যদি আপনার পছন্দের হয় তাহলে রোবট বানানো নিয়ে তো একবার হলেও চিন্তা মাথায় আসবেই। কিন্তু মনে হচ্ছে সবই পাগলামি! ইলন মাস্ক একবার বলেছিলেন, "ভাল পরিকল্পনা সবসময়ই পাগলামি যতক্ষণ না পর্যন্ত সেটা ভালো। " হয়তো আপনার প্রজেক্টটি আর পাঁচটা পাগলামী ভাবনা নয়। যদি পাগলামি নাই হয় তাহলে দেরি কেনো, আজই প্রস্তুত হয়ে যান আপনার রোবটের পরিকল্পনা নিয়ে কারণ বুয়েট রোবোটিক্স সোসাইটি জনুরারি ১২ এবং ১৩ তারিখে চতুর্থ জাতীয় কার্নিভাল "রোবো কার্নিভাল" আয়োজন করতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর এইবারের আয়োজন এ কোনো কমতি থাকছে না। এবারের আয়োজন এ থাকছে পাঁচটি সেগমেন্ট:


•ট্র্যাশ কলেক্টিং রোবট:


যেখানে একটি রোবট বানাতে হবে, যা একটি আবর্জনা পাত্র সহ অটোমেটিক রোবট, রোবোটটি একটি লাইন অনুসরণ করবে এবং ট্র্যাশ বিন সংগ্রহ করবে।


•ফায়ার ফাইটার রোবট:


একটি রিমোট-নিয়ন্ত্রিত রোবট (বা গাড়ি)দিয়ে, কিছু ছোট শিখা উৎস নিভিয়ে ফেলতে হবে, বাধা এড়াতে হবে এবং যত দ্রুত সম্ভব ফিনিশ লাইনে পৌঁছাতে হবে। রোবটটি একটি ফুটবল বটের মতো।


•প্রজেক্ট শোকেসিং:


অসাধারণ প্রজেক্ট এবং প্রোটোটাইপ প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম, যা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে সাহায্য করতে পারে।


•রোবোটিক্স অলিম্পিয়াড:


শুধুমাত্র স্কুল এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি রোবোটিক্স কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের উত্তর দিতে হবে স্মার্ট বাংলাদেশ এবং বেসিক রোবোটিক্স সম্পর্কে কিছু MCQ এবং সংক্ষিপ্ত লিখিত প্রশ্ন।


•রোবোটিক্স সিমুলেশন সফটওয়্যার CoppeliaSim এর উপরে একটি ওয়ার্কশপ:


এটি একটি হ্যান্ডস-অন ওয়ার্কশপ যেখানে আমাদের বিশেষজ্ঞ প্রশিক্ষক আপনাকে গাইড করবে কিভাবে আপনি CoppeliaSim সফ্টওয়্যার ব্যবহার করে একটি রোবট এর সেন্সর, বিহেভিয়ের এবং অ্যালগরিদম একটি দক্ষ উপায়ে সিমুলেট করে রোবটটি বানাতে পারেন। এই কর্মশালায় অংশগ্রহণ করে, আপনি যেকোনো প্রতিযোগিতার আগে বা অন্য কোনো উদ্দেশ্যে আপনার রোবটকে সিমুলেট করে বেস্ট রোবটটি বানাতে পারেন।


এবার বুয়েট রোবোটিক্স সোসাইটি "Build Robot for Smart Bangladesh", এই স্লোগান নিয়ে আয়োজন করছে এই কার্নিভাল। যা মূলত স্মার্ট বাংলাদেশ ২০৪১ বাস্তবায়নের জন্য ৫টি ভিত্তি-স্মার্ট নাগরিক,স্মার্ট অর্থনীতি,স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ এর আদলে সাজানো। নব্য রোবোট নির্মাতাদের উৎসাহ দিতে এবারের রোবো কার্নিভাল এ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্যে রয়েছে দুই লাখ টাকার বেশি প্রাইজমানি!!


অনেকেরই ছোটবেলায় বা কিশোর বয়স এ সাইন্স ফিকশন এর বই গুলো ছিল অবসরের আনন্দের খোরাক। সেই থেকে ইউটিউব এ আরডুইনো নিয়ে ঘটা ঘাটি। কিন্তু জড়তার জন্যে কিংবা সাপোর্ট না থাকায় প্রজেক্ট প্রদর্শনের ব্যাপারে অনীহা জন্মায়। ইলন মাস্ক বলেছিলেন, " এখনই ঝুঁকি নিন এবং সাহসী কিছু করুন। " তাই আর দেরি না করে করে ফেলুন রেজিস্ট্রেশন।


Event Link:


https://www.facebook.com/events/893637808671710/


Page Link:


https://www.facebook.com/BUETRoboticsSociety


Website link: https://robocarnival2023.blogspot.com/


হয়তো আপনার রোবটটি হতে পারে সেই সাইন্স ফিকশন বইয়ের ইউটোপিয়ার পথিকৃৎ


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না? এই প্রশ্নে রুল জারি

গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার … বিস্তারিত


রাষ্ট্রপতি কর্তৃক বুয়েট এর নতুন ভিসি এবং প্রোভিসি নিয়োগপ্রাপ্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. … বিস্তারিত



বুয়েটে চলামান টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউনসিল, এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করে দ্রুততম সময়ে পরীক্ষা রিশিডিউল ও যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহন

বুয়েটে চলামান টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউনসিল, এবং … বিস্তারিত