"সত্যে, সাম্যে, একতায়"

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মৃত্যুঝুঁকিতে এক বুয়েট শিক্ষার্থী






বুয়েট কেমিকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী তাওসিফ মাহির(ChE 20) আজ বিকেল সাড়ে ৩ টার দিকে পলাশী থেকে নীলক্ষেত যাবার রাস্তায় নির্মানাধীন ভবন থেকে মাথায় ইট পরে রিকশায় থাকা অবস্থায় গুরুতর আহত হয়।


যারা প্রথম হাসপাতালে নিয়ে আসেন তাদের ভাষ্যমতে তাওসিফ কয়েকমিনিট রাস্তায় পরে ছিলো এবং আশপাশে থাকা মানুষ সবাই ভিডিও করায় ব্যস্ত ছিলো এমনকি পুলিশের সার্জেন্টও সেখানে উপস্থিত ছিলো কিন্তু তারাও নিস্ক্রিয় ভূমিকা পালন করে, এরপর ঘটনাস্থল থেকে দুজন DMC ইমার্জেন্সী বিভাগে ভর্তি করে বুয়েটে এসে খবর দেন এবং ওনাদের ভাষ্যমতে রাস্তার যে জায়গায় ঘটনাটি ঘটেছে ইট স্বাভাবিক ভাবে পরে সেখানে যাবার কথা না, এখন এটা নিছক দূর্ঘটনা নাকি কেউ ইচ্ছে করে ইট ছুড়ে মেরেছে তা স্পষ্ট নয় তবে নির্মাণাধীন বিল্ডিং কর্তৃপক্ষের গাফিলতি স্পষ্ট।


ইটের আঘাতে তাওসিফের প্রচুর রক্তক্ষরণ হয়েছে ও মাথার খুলির হাড় ব্রেইনে ঢুকে গিয়েছে বলে জানিয়েছে ডাক্তার। তাওসিফ এখন ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে আছে, ডাক্তাররা বলেছেন ৪৮-৭২ ঘন্টার আগে তাওসিফকে আশঙ্কা মুক্ত বলা যাচ্ছে না।


সকলের নিকট তাওসিফের জন্য দোয়াপ্রার্থী।


[কয়েকমাস পূর্বে বেইলি রোডে রেস্টুরেন্টে অগ্নিকান্ডে অনেক মানুষ প্রাণ হারায়, সেখানেও আমাদের বুয়েট ২২ ব্যাচের দুইজন শিক্ষার্থী শহিদ হয়। দৈনন্দিন চলাচলের জন্য ফুটপাত থেকে শুরু করে রেস্টুরেন্ট কোথাও আমাদের সাধারণত মানুষের নিরাপত্তা নেই।


এ নিয়ে বুয়েট শিক্ষার্থীদের দাবিসমূহ-


১. যাদের অবহেলার জন্য তাওসিফের আজকের দুর্ঘটনার স্বীকার তাদের জবাবদিহির আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।


২. সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাওসিফকে ক্ষতিপূরণ সহ উন্নত চিকিৎসার সকল খরচ সংশ্লিষ্ট কতৃপক্ষকে বহন করতে হবে।


৩. সকল নির্মাণাধীন ভবন সহ নির্মাণাধীন সকল প্রকল্পে ইন্জিনিয়ারিং সেইফটি এবং জনগনের সেইফটি নিশ্চিত করতে হবে। নির্মাণাধীন প্রকল্পের জন্য যেসব সেইফটি কোড দেওয়া আছে সেগুলোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।


৪. সকল একাডেমি প্রতিষ্ঠান, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে ফায়ার সেইফটি নিশ্চিত করতে হবে।


https://www.facebook.com/share/p/4XnbuRTAzFX6beNA/?mibextid=oFDknk


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত