বুয়েট কেমিকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী তাওসিফ মাহির(ChE 20) আজ বিকেল সাড়ে ৩ টার দিকে পলাশী থেকে নীলক্ষেত যাবার রাস্তায় নির্মানাধীন ভবন থেকে মাথায় ইট পরে রিকশায় থাকা অবস্থায় গুরুতর আহত হয়।
যারা প্রথম হাসপাতালে নিয়ে আসেন তাদের ভাষ্যমতে তাওসিফ কয়েকমিনিট রাস্তায় পরে ছিলো এবং আশপাশে থাকা মানুষ সবাই ভিডিও করায় ব্যস্ত ছিলো এমনকি পুলিশের সার্জেন্টও সেখানে উপস্থিত ছিলো কিন্তু তারাও নিস্ক্রিয় ভূমিকা পালন করে, এরপর ঘটনাস্থল থেকে দুজন DMC ইমার্জেন্সী বিভাগে ভর্তি করে বুয়েটে এসে খবর দেন এবং ওনাদের ভাষ্যমতে রাস্তার যে জায়গায় ঘটনাটি ঘটেছে ইট স্বাভাবিক ভাবে পরে সেখানে যাবার কথা না, এখন এটা নিছক দূর্ঘটনা নাকি কেউ ইচ্ছে করে ইট ছুড়ে মেরেছে তা স্পষ্ট নয় তবে নির্মাণাধীন বিল্ডিং কর্তৃপক্ষের গাফিলতি স্পষ্ট।
ইটের আঘাতে তাওসিফের প্রচুর রক্তক্ষরণ হয়েছে ও মাথার খুলির হাড় ব্রেইনে ঢুকে গিয়েছে বলে জানিয়েছে ডাক্তার। তাওসিফ এখন ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে আছে, ডাক্তাররা বলেছেন ৪৮-৭২ ঘন্টার আগে তাওসিফকে আশঙ্কা মুক্ত বলা যাচ্ছে না।
সকলের নিকট তাওসিফের জন্য দোয়াপ্রার্থী।
[কয়েকমাস পূর্বে বেইলি রোডে রেস্টুরেন্টে অগ্নিকান্ডে অনেক মানুষ প্রাণ হারায়, সেখানেও আমাদের বুয়েট ২২ ব্যাচের দুইজন শিক্ষার্থী শহিদ হয়। দৈনন্দিন চলাচলের জন্য ফুটপাত থেকে শুরু করে রেস্টুরেন্ট কোথাও আমাদের সাধারণত মানুষের নিরাপত্তা নেই।
এ নিয়ে বুয়েট শিক্ষার্থীদের দাবিসমূহ-
১. যাদের অবহেলার জন্য তাওসিফের আজকের দুর্ঘটনার স্বীকার তাদের জবাবদিহির আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।
২. সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাওসিফকে ক্ষতিপূরণ সহ উন্নত চিকিৎসার সকল খরচ সংশ্লিষ্ট কতৃপক্ষকে বহন করতে হবে।
৩. সকল নির্মাণাধীন ভবন সহ নির্মাণাধীন সকল প্রকল্পে ইন্জিনিয়ারিং সেইফটি এবং জনগনের সেইফটি নিশ্চিত করতে হবে। নির্মাণাধীন প্রকল্পের জন্য যেসব সেইফটি কোড দেওয়া আছে সেগুলোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৪. সকল একাডেমি প্রতিষ্ঠান, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে ফায়ার সেইফটি নিশ্চিত করতে হবে।
https://www.facebook.com/share/p/4XnbuRTAzFX6beNA/?mibextid=oFDknk
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!