"সত্যে, সাম্যে, একতায়"

আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না? এই প্রশ্নে রুল জারি






গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারি করেছে।


বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের নেতৃত্বে গঠিত বেঞ্চ, আইনজীবী শাহিন আলমের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালত একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগকে এই বিষয়ে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছে।


আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আদালতের এই নির্দেশনার পক্ষে অ্যাডভোকেট মাহবুব মোরশেদ আদালতে যুক্তি উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রাজিব।


উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর ভোরে বুয়েটের শের-ই-বাংলা হলের প্রথম তলা থেকে আবরার ফাহাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। ফেসবুকে একটি পোস্টের কারণে আবরারকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে হত্যা করে।


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না? এই প্রশ্নে রুল জারি

গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার … বিস্তারিত


রাষ্ট্রপতি কর্তৃক বুয়েট এর নতুন ভিসি এবং প্রোভিসি নিয়োগপ্রাপ্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. … বিস্তারিত



বুয়েটে চলামান টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউনসিল, এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করে দ্রুততম সময়ে পরীক্ষা রিশিডিউল ও যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহন

বুয়েটে চলামান টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউনসিল, এবং … বিস্তারিত