আগামী ১২ এপ্রিল RICE University, Texas এ অনুষ্ঠিতব্য RICE360 Global Healthcare Technology Challenge এ বুয়েটের দুই টিম "Vector Vigilantes" এবং " 𝗣𝗹𝗲𝘂𝗿𝗮𝗣𝗿𝗼 " সেমিফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে।
Vector Vigilantes কাজ করছে ডেংগু মশার উপদ্রব নিরসনের লক্ষ্যে একটি রিয়েল টাইম মনিটরিং সারভেইল্যান্স এপ্লিকেশন ডেভেলপ করা।
অন্যদিকে PleuroPro কাজ করছে pleural effusion management নিয়ে যা মূলত ফুসফুস ও Chest Cavity এ অতিরিক্ত pleural fluid জমে কোনো শারীরিক সমস্যার কারণ না হয়ে দাঁড়ায় তার জন্য চেষ্টা করা। মূলত হার্টএটাক , নিউমোনিয়া , ক্যান্সার ইত্যাদি কারণে এ সমস্যার উপদ্রব হয়ে থাকে।
বিচারক দের নির্ধারিত মূল্যায়ন এর পাশাপাশি প্রতিযোগিতায় আরেকটি সেগমেন্ট রয়েছে যেটা হলো People's Choice Award যেখানে আপনি আপনার মূল্যবান ভোট প্রদান করে প্রতিযোগী কোনো দল কে জয়যুক্ত করতে পারেন।
ভোট প্রদানের লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSelNa7e8bG0c_aifSpYnesa3p64SfeMcO_EdURXNy5g7dlCsg/viewform?fbclid=IwAR1swFPez_j13VVz-DiohvkdbEYD-j_HFkidKt2wUp-Jgdpz1BeJW9w4WrI_aem_AfYxB9FaBdR2ClZVRglK-5UjYFbKNIir-JgfmcjKWiXID0p-hfUJebk_go57_jvyL42M-CJ-F5GTs1qMjR0rvIr9
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!