বুয়েটে চলমান আন্দোলন ও একে ঘিরে সৃষ্ট বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
বিবৃতিতে, বিশ্ববিদ্যালয়ের সকলের নিরাপত্তা রেজিস্ট্রার মহোদয়র মাধ্যমে সুনিশ্চিত করার জোর দাবি জানানো হয়। সেই সাথে, ১লা এপ্রিল ২০২৪ তারিখ মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশর বিপরীতে জরুরি ভিত্তিতে আপিলের জন্যে বুয়েট প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ।
বিবৃতিতে আরও বলা হয়, ২০১৯-পরবর্তী বিগত বছর গুলোতে বুয়েটে শিক্ষা-কার্যক্রম অবাধে চলেছে এবং সুষ্ঠু একাডেমিক পরিবেশ বজায় ছিলো। শিক্ষক সমিতি বুয়েটে এমন পরিবেশ ই প্রত্যাশা করে। এমতাবস্থায়, দ্রুততম সময়ে অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালুর দাবি শিক্ষকদের।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!