গত ১৩ই এপ্রিল জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে জনস হপকিন্স হেলথ কেয়ার ডিজাইন প্রতিযোগিতার প্রতি বিভাগের চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হয় । প্রতি বিভাগে ৩৩ টি দেশের ২৮৬ টি প্রস্তাবের মধ্যে শীর্ষ ৮ টি দলকে চূড়ান্ত পর্যায়ে আমন্ত্রণ জানানো হয়েছিল ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী দল "DengueDrops" ডিজিটাল স্বাস্থ্য বিভাগে দ্বিতীয় পুরস্কার জিতে এবং টিম "FetoSynth" গ্লোবাল স্বাস্থ্য বিভাগে দ্বিতীয় পুরস্কার জিতে । উভয় দলই এককভাবে ৩০০০ ডলার প্রাইজ মানি অর্জন করে ।
প্রজেক্ট "ডেঙ্গুড্রপস" মূলত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের জন্য IV তরল গণনার জন্য একটি স্মার্টফোন অ্যাপ তৈরির উপর কাজ করে। অ্যাপটি DGHS দ্বারা ক্লিনিকাল ব্যবহারের জন্য অনুমোদিত। " DengueDrops " এর সদস্যরা হলেন – মাহিয়ান জে কবির ( স্নাতক ছাত্র , বিএমই বিভাগ ) , এ এস এম আনাস ফেরদৌস ( স্নাতক ছাত্র , বিএমই বিভাগ)
অন্যদিকে প্রজেক্ট "ফেটোসিন্থ" কাজ করছে মূলত ভ্রূণের হার্ট সাউন্ড স্থানীয়করণ এবং হার্ট রেট পর্যবেক্ষণের জন্য একটি রিয়েল-টাইম অ্যাকোস্টিক সিস্টেম ডেভেলপ এ। "FetoSynth এর সদস্যরা হলেন – সাঈদ সাজ্জাদ রাজিন ( স্নাতক ছাত্র , বিএমই বিভাগ ) , এস এম সাকীফ সানী ( স্নাতক ছাত্র , বিএমই বিভাগ), ফারিহীন রহমান ( স্নাতক ছাত্রী , বিএমই বিভাগ )।
দুই দলেরই সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুয়েট এরই দুই শিক্ষক-শিক্ষিকা : জনাব ড: তওফিক হাসান ( সহযোগী অধ্যাপক, বিএমই বিভাগ ) , জনাব শামস নাফিসা আলী ( লেকচারার , বিএমই বিভাগ ) ।
উল্লেখ্য , ২০২৩ সাল ও একই প্রতিযোগিতায় Global Health ক্যাটাগরি তে দ্বিতীয় স্থান অর্জন করে বুয়েট এরই একটি টিম "Smile-Giest" যার অধীনে ছিলেন আতকিয়া আতিয়া ফারিহা এবং মো: ইফতেখারুল এলাম ফাহিম । অর্থাৎ এবারের পুরস্কার দুটি এই প্রতিযোগিতায় বুয়েটিয়ানদের একটানা দ্বিতীয় সাফল্য।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!