বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল উদ্যোক্তা এবং ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প হতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একটি ইনোভেশন হাব কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এম পি। ১৮ অক্টোবর ২০২৩ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে শেখ রাসেল দিবসে সম্মাননা প্রদান অনুষ্ঠান থেকে ভারচুয়ালি বুয়েটের এই ইনোভেশন হাব উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন এবং সরকারের আইসিটিটি ডিভিশনের বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির Digital Entrepreneur and Innovation Ecosystem Development Project এর প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ও সাবেক অতিরিক্ত সচিব, জনাব মো. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সরকারের আইসিটিটি ডিভিশনের বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির Digital Entrepreneur and Innovation Ecosystem Development Project এর প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, সাবেক অতিরিক্ত সচিব জনাব মো. সিদ্দিকুর রহমান ও রাইজের কার্যক্রম তুলে ধরেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক ও অনুষ্ঠানের চেয়ারপার্সন অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, এবং "Why Startup Matters: A Journey of a Successful Entrepreneur" শীর্ষক সেশন পরিচালনা করেন দক্ষিণ এশিয়ার টেক-প্লাটফর্ম এসকেবি'র পরিচালক কেরি ব্রিন।
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ইনোভেশন হাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। অনুষ্ঠানে বুয়েটের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!