বুয়েটের রাইজ সেন্টারের উদ্যোগে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পে উদ্বুদ্ধ করতে এবং প্রতিষ্ঠানের অন্যান্য গবেষণামূলক উদ্যোগসমূহকে তুলে ধরতে “RISE Student Research Grant Awarding Ceremony” অনুষ্ঠিত হয়। বুয়েটের মাননীয় উপাচার্য মহোদয়, অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এর সভাপতিত্বে গত ৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, বিকাল ৩ টায়, বুয়েটের রাইজ সেন্টারে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব নাসরীন আফরোজ। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বুয়েটের মাননীয় উপ-উপাচার্য মহোদয় অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন উপস্থিত ছিলেন।
বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) প্রতিষ্ঠাকাল থেকে বুয়েটের গবেষণাখাতকে সমৃদ্ধ করতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে কাজ করছে। ২০২২ সালে প্রথমবারের মত বুয়েটের স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য গবেষণা প্রকল্পে সর্বমোট ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে ১৭০ টি গবেষণা প্রস্তাব থেকে ৭৩ টি গবেষণা প্রকল্প চূড়ান্তভাবে বাছাই করে সর্বমোট ৫০ লক্ষ টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়। প্রতি গবেষণা প্রকল্পের সর্বোচ্চ বরাদ্দ ছিল এক লক্ষ টাকা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার।
উক্ত অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ ইউসুপ ফারুক, ব্যবস্থাপনা পরিচালক, মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড; জনাব ওয়াসিম আলীম, সিইও, Chaldal.com; জনাব মুহম্মদ সাব্বির হোসেন, ডিএমডি এবং চিফ অপারেটিং অফিসার, ব্র্যাক ব্যাংক লিমিটেড; মিসেস রুপালী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, এবং ড. বিকর্ণ কুমার ঘোষ, সিইও, এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। শিক্ষার্থীরা অনুষ্ঠানে আগত অতিথিগণকে তাদের গবেষণা প্রকল্পের পোস্টার উপস্থাপন করেন।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!