"সত্যে, সাম্যে, একতায়"

লালমনিরহাট সদর উপজেলার এসিল্যান্ড, বুয়েটের সম্মানিত এলামনাই আব্দুল্লাহ আল নোমানের বদলি আদেশ বাতিলের দাবিতে সাধারণ জনগণের মানববন্ধন






এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকার একজন দায়িত্বশীল, নির্ভীক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সেবাগ্রহীতাদের কাছে সুপরিচিত। তিনি সততা ও দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেন এবং সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করেন। তিনি একজন অনুপ্রেরণাকারী ব্যক্তিত্ব যিনি অন্যান্য কর্মকর্তাদের জন্য অনুকরণীয় এবং সরকারি প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার প্রতীক হিসেবে বিবেচিত। এরই মাঝে হটাৎ করে সাংবাদিক হেনস্তার অভিযোগ আসে এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকারের বিরুদ্ধে।


এ ব্যাপারে বুয়েট সাংবাদিক সমিতির দ্বারস্থ হয় এসিল্যান্ড আব্দুল্লাহ আল নোমান সরকারের কাছে। এই পুরো ঘটনাটির ব্যাপারে বুয়েট সাংবাদিক সমিতি আবদুল্লাহ আল নোমান সরকারের কাছে থেকে যা জানতে পারে :


সিসিটিভি ফুটেজে দেখা যায় গত ১৪/০৩/২০২৪ তারিখে উপজেলা ভূমি অফিসে নামজারি কেসের শুনানীর অংশ হিসেবে সার্ভেয়রসহ অফিস সহকারীগণ কাগজপত্র যাচাই করার কাজ করছিলেন। এসময় কলেজের একজন শিক্ষকের সাথে মাইটিভির সাংবাদিক সাজুকে প্রবেশ করতে দেখা যায়। কিছুক্ষণ পরে ওই শিক্ষককে প্রথমে বারান্দায় দাঁড়িয়ে উচ্চস্বরে অফিসের স্টাফের সাথে কথা বলতে দেখা যায়। পাশেই অবস্থানরত সাজু কিছুক্ষণ বারান্দায় পায়চারি করার পরে এসিল্যান্ডের রুমে প্রবেশ করেন। রুমে ঢোকার পরেই তিনি উচ্চস্বরে জিজ্ঞেস করেন, এসিল্যান্ড কই? এক সহকারী তাকে এসিল্যান্ড সরকারী কাজে বাইরে থাকার কথা তাকে জানানোর পরে তিনি প্রশ্ন করেন আপনারা এভাবে তার অনুপস্থিতিতে কাজ করতে পারেন কিনা? জবাবে ঐ অফিস সহকারী বলেন যে, এসিল্যান্ড স্যার পারমিশন দিলে এটা অফিস সহকারী করতে পারেন। অপর একজন অফিস সহকারী সাজুকে এসিল্যান্ডের সাথে দেখা করতে হলে ওয়েটিংরুমে অপেক্ষা করতে বললে তিনি বেশ রেগে গিয়ে মন্তব্য করেন যে আপনি আমাকে বের হতে বলছেন কেন? আমি এখানেই থাকবো। আপনারা এসিল্যান্ডকে ডাকুন।সেই সাথে তিনি তার শিক্ষকের সাথে খারাপ আচরণ করা হয়েছে মর্মে দাবি করেন এবং এসিল্যান্ড অফিস মানুষের দুর্ভোগের জায়গা বলে দাবি করেন। এসিল্যান্ড অফিসসূত্র থেকে দাবি করা হয় যে, ওই শিক্ষকের বিবিধ মামলা ২২৫/২২ এ খাস জমি সংক্রান্ত সরকারি স্বার্থ জড়িত থাকায় তিনি অবৈধভাবে প্রভাব বিস্তার করতে পূর্বেও এসেছিলেন।



রুম থেকে বের হয়েই সাজু ফোন করে আরো লোকজনকে ভূমি অফিসে আসতে বলেন। কিছুক্ষণ পরে একজন অফিস সহায়ককে কলাপসিবল গেইট বন্ধ করে প্রবেশ নিয়ন্ত্রণ করতে দেখা যায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে দেখা যায়, কয়েকজন লোক অফিসে প্রবেশ করতে চাইলে অফিস সহায়ক তাদের পরিচয় জানতে চান। তারা সাংবাদিক পরিচয় দিলে তাদের প্রবেশ করতে দেয়া হয়। তারা প্রবেশ করার কিছুক্ষণ পরে এসিল্যান্ড অফিসে ঢোকামাত্রই সাজু তার মোবাইল ফোন নিয়ে ক্যামেরা অন করে ভিডিও করতে করতে বিভিন্ন প্রশ্ন করায় এসিল্যান্ড বলেন তার পারমিশন ছাড়া সাজু কেনো ভিডিও করছেন। সাজু জানান যে তিনি পারমিশন ছাড়াই যে কারো ভিডিও করতে পারেন। এতে এসিল্যান্ড তার ফোন নেয়ার চেষ্টা করলে সাজু বসে পড়ে বলেন যে, এ সব সাংবাদিক বসো। সাজুর ডাকে আগত নিয়ন ব্যক্তিগত আক্রমণ করে বলেন যে, আপনি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন; আপনি কি নিজেকে ফেরেশতা মনে করেন, নিজেকে দেলোয়ার হোসেন সাঈদী মনে করেন? এ পর্যায়ে সাংবাদিক সূর্য প্রবেশ করে ভিডিও ধারণ করতে শুরু করেন। এসব প্রশ্ন করে নিয়ন বাংলাদেশ সরকারকে বিব্রত করেছেন বলে এসিল্যান্ডকে বলতে শোনা যায়। সাজু আরো লোকজন ভিতরে আসার কথা বললে এসিল্যান্ড তার সহকারীকে গেইট লক করতে বলেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়কে ফোন করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার কথা বলেন। এসিল্যান্ড বলেন যে, এডিসি ( রাজস্ব) স্যার না আসা পর্যন্ত আমরা সবাই বারান্দায় থাকবো। বাইরের লোকদের প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য গেইট লক থাকায় সাজু ও তার সহকর্মীদের তালার ভিডিও করতে দেখা যায়। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মহোদয় আসার পরে গেইট খুলে দিতেই এসিল্যান্ড সাজুকে 'দালাল' বলায় সাজুসহ তার সাথে আগতরা এসিল্যান্ডকে আক্রমণ করতে আসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয়ের হস্তক্ষেপে তারা বিরত হন। এসিল্যান্ড তার রুমে গেলে তারা বাইরে থেকে বিভিন্ন কথা বলতে বলতে তাকে বদলি করানোর হুমকি দিতে দেখা যায়।


এরপরে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয় সাংবাদিকগণের সাথে কথা বলার পরে তাদেরকে চলে যেতে দেখা যায়। পরের ঘটনা জানতে এসিল্যান্ড নোমানকে জিজ্ঞেস করলে তিনি জানান যে, তিনি পূর্বনির্ধারিত সূচি মোতাবেক মোবাইল কোর্ট অভিযানে বের হলে অফিসের বাইরে ৪জন মোটরসাইকেল আরোহীকে তার নির্দেশে সঙ্গীয় পুলিশ কাগজপত্র দেখানোর জন্য থামতে বলেন। ২ জনের কাগজপত্র সঠিক থাকায় তাদেরকে চলে যেতে বলা হয়। একজনের গাড়ির নাম্বারপ্লেইট, ড্রাইভিং লাইসেন্স, রেজিষ্ট্রেশন না থাকায় তাকে ৫০০০/- টাকা জরিমানা দিতে বললে আরোহী নিজেকে সাংবাদিক পরিচয় দেন মর্মে জানা যায়। সাংবাদিক হলেও আইন সবার জন্য সমান বলায় ঐ আরোহী ফোন করে বাকি সাংবাদিকদের ডাকেন বলে এসিল্যান্ড অভিযোগ করেন। জরিমানার অর্থ পরিশোধ হওয়ার পরে আগত সাংবাদিকগণ তাকে ডিসি মহোদয় আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে তার গাড়ি রোধ করলে তিনি জানান যে, কমিশনার স্যারের সাথে তার জুম মিটিং থাকায় তাকে যেতে হবে। তিনি গাড়ি থেকে নেমে হ্যান্ডমাইকে বারবার মিটিং এর কথা বলা সত্ত্বেও কয়েকজন তার গাড়ির সামনে বসে পড়ায় তার ড্রাইভার গাড়ি পিছনে নিয়ে অন্য রাস্তা ধরলে কয়েকজন সাংবাদিক আবারো সেই রাস্তায় বসে পড়েন বলে এসিল্যান্ড অভিযোগ করেন। পুলিশের সহায়তায় পরে সেখানে থেকে বের হয়ে আসেন বলে জানান। ইতোমধ্যে সাংবাদিকগণ মিশন মোড়ে অবস্থান নিলে জেলা প্রশাসক তাদের সাথে সাক্ষাৎ করতে এসে তাদেরকে ঘটনার সুষ্ঠু তদন্দের আশ্বাস দেন। এসময় সাংবাদিকগণ এসিল্যান্ডের বদলি দাবী করেন।


এই ব্যাপারে আব্দুল্লাহ আল নোমান বলেন, “বিভিন্ন সংবাদ মাধ্যমে একপাক্ষিকভাবে ও বিকৃতভাবে আমার সম্পর্কে সংবাদ উপস্থাপন করা হয়েছে। প্রকৃত ঘটনা অফিসের সিসিটিভি পর্যালোচনা করলে যে কেউ বুঝতে পারবেন। সাংবাদিকদের কাজ সত্যটা বের করে আনা তবে এখন অনেকক্ষেত্রেই তাদের কেউ কেউ সত্য খোঁজার চেয়ে স্বার্থটা বেশি খোঁজেন। আমি অফিসের নিরাপত্তার স্বার্থে গেইট লক করতে বলেছিলাম এবং এডিসি রেভিনিউ স্যারের জন্য অপেক্ষা করছিলাম। কারণ সাংবাদিক সাজু ফোন করে আরো কয়েকজনকে ডেকে এনেছিল। আমি, আমার অফিসের স্টাফ, কয়েকজন সেবা গ্রহীতাসহ ৫/৭ জন সাংবাদিক বারান্দায় ছিলাম। এটাকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের স্বার্থে ভিন্নভাবে উপস্থাপন করেছে। "


উল্লেখ্য যে আবদুল্লাহ আল নোমান সরকার বুয়েট এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছোট বেলা থেকেই সকল পরিসরে তার মেধার এবং সততার পরিচয়ই পেয়ে এসেছে সবাই। তার বদলি লালমনিরহাট জেলার মানুষদের ব্যাথিত করেছে । তার প্রেক্ষিতে গত ১৯ মার্চ বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেন সাধারণ জনগন। এ মানববন্ধনে শত শত পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেন।


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত