আগামী রবিবার ২৯-১-২০২৩ তারিখে এই বছরের আন্তঃহল ভলিবল প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে আহসান উল্লাহ হল এবং সোহরাওয়ার্দী হল। ১৭ তারিখে শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ৭ টি হল অংশগ্রহণ করে। ৭ টি দলকে যথারীতি দুই গ্রুপে ভাগ করা হয়। ক গ্রুপে ছিলো ড. এম এ রশীদ হল, শের- এ- বাংলা হল, তিতুমীর হল এবং শহীদ স্মৃতি হল। অপরদিকে গ্রুপ ‘খ’ তে ছিলো আহসানউল্লাহ হল, সোহরাওয়ার্দী হল এবং কাজী নজরুল ইসলাম হল।
গ্রুপ পর্বের খেলায় ৩ টি ম্যাচের সবকটি ম্যাচ জিতে ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় শহীদ স্মৃতি হল এবং দুটি ম্যাচ জিতে রানার্স আপ হয় রশীদ হল। অপর গ্রুপে চ্যাম্পিয়ন হয় আহসানউল্লাহ হল এবং রানার্স আপ হয় সোহরাওয়ার্দী হল।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন স্মৃতি হল এবং ‘খ’ গ্রুপের রানার্স আপ সোহরাওয়ার্দী হল। এই খেলায় জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে সোহরাওয়ার্দী হল। দ্বিতীয় সেমিফাইনালে রশীদ হলকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠে আহসানউল্লাহ হল।
ফাইনালে উঠা সোহরাওয়ার্দী হল চাইবে গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নিতে অপরদিকে আহসান উল্লাহ হল ৪ বছর পর অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টটি জিতে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার খেতাব অর্জন করতে।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!