গত ০৩ এপ্রিল ২০২৪, বুধবার বুয়েট অ্যালামনাই বোর্ড অব ট্রাস্টি ও বুয়েট আবাসিক হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট অ্যালামনাইদের সাথে বুয়েট অ্যালামনাই এর সভাপতি অধ্যাপক ড. আইনুন নিশাতের নেতৃত্বে একটি যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায়, সাম্প্রতিক সময়ে বুয়েটে চলমান পরিস্থিতি নিয়ে উপস্থিত সকল সদস্য গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেন।
বুয়েটে বিরাজমান পরিস্থিতিতে, বুয়েটে ছাত্র-শিক্ষক সম্পর্ক এবং শিক্ষার মান অক্ষুন্ন রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
বুয়েট অ্যালামনাই দের জরুরি উপস্থিত সদস্যগণ, সুষ্ঠু রাজনীতির পক্ষে মতপ্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, বিগত পাঁচ বছরে বুয়েটের শিক্ষা ও গবেষণায় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য অগ্রগতিতে অপরাজনীতিমুক্ত অনুকূল পরিবেশের উপর অবদান গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এই উন্নয়ন সাধনের জন্য বুয়েট অ্যালামনাই বুয়েটের সকল শিক্ষার্থী, শিক্ষকমকমন্ডলী ও প্রশাসন কে অভিনন্দন জানায়। বুয়েটে বিগত পাঁচ বছরে ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাসে বুয়েটে সম্মান ও অর্জনের এই ধারাবাহিকতা আরও বেগবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রতিক সময়ে বুয়েটে গবেষণা, সুশাসন,একাডেমিক নেতৃত্ত্ব, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কলাবরেশন ও প্রাক্তন ছাত্রদের পৃষ্ঠপোষকতায় সামগ্রিক ভাবে বুয়েটের বৈশ্বিক র্যাংকিং এ উন্নয়ন নিয়েও বলা হয় উক্ত বিবৃতিতে।
ঐতিহাসিকভাবে অতি উচ্চ মানের কারিগরি শিক্ষা প্রদানের স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে বুয়েট অ্যালামনাইরা মনে করেন এখানে কোনরূপ জঙ্গিবাদ লালনের সুযোগ নেই ! বরং এমন কোন আভাস দেগলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কঠোর হস্তে দমন তা দমন করতে বলেন।
এছাড়াও, তাঁরা মনে করেন - ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। তাই, সাধারণ শিক্ষার্থীদের যেকোন ধরণের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
বিবৃতিতে আরও বলা হয়, বুয়েটে যদি একটি রাজনীতি মুক্ত পরিবেশ থাকে তাহলে, বুয়েটের বৈশ্বিক খ্যাতি আরও বৃদ্ধি পাবে এবং বিশ্বের একটি শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হবে।
https://www.facebook.com/share/p/TrbYD7ehLgM94B7p/?mibextid=oFDknk
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!