From Interval 18 facebook page
https://fb.watch/rfhnQKz6Ij/
সম্প্রতি বুয়েটের সাধারন শিক্ষার্থীদের আন্দোলন ও বুয়েট নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে। বলা হচ্ছে যে, বুয়েটে নাকি বিভিন্ন জাতীয় দিবস পালন করা হয় না, কেউ জাতীয় দিবস পালন করতে গেলে বাধা দেয়া হয় ইত্যাদি।
আসলে বুয়েটে প্রতিটি জাতীয় দিবসই যথাযথ ভাব-গাম্ভীর্যের সাথে পালন করা হয়। ২১ শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ১৪ ডিসেম্বর, ১৫ ই আগস্টসহ অন্যান্য গূরুত্বপূর্ণ জাতীয় দিবসে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের সহায়তায় বুয়েটের সকল ক্লাব মিলে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্পস্তবক অর্পণ, গরীব-অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ, দোয়া অনুষ্ঠান, কুইজ, প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন করে। এসব আয়োজনে সাধারন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। জাতীয় দিবস সমূহে বিভিন্ন ক্লাবের আয়োজন নিয়ে এই ভিডিও।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!