https://youtu.be/FpSAxgfsz9w?feature=shared
এছাড়াও বুয়েটের বর্তমান চলমান শিক্ষার্থীদের #গণস্বাক্ষর কর্মসূচিঃ ৯৮ ভাগ শিক্ষার্থী ছাত্ররাজনীতির বিপক্ষে, মতামত দেয়নি ২ ভাগ।
আজ ৪ এপ্রিল (বৃহস্পতিবার), বুয়েট ১৮ ব্যাচের অফিশিয়াল ফেইসবুক পেইজ - Interval 18 থেকে গণস্বাক্ষর কর্মসূচি নিয়ে এক বিবৃতিতে বলা হয় -- --------------------------
"ইন্টারভাল'১৮ বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে "Mass Petition From BUET Students Against Organizational Students Politics" শীর্ষক একটি গণসাক্ষর কর্মসূচি পরিচালনা করে। এই কর্মসূচির মাধ্যমে আমরা ছাত্ররাজনীতি নিয়ে বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের জনমত সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করি বুয়েটে বর্তমান শিক্ষার্থী রয়েছে ৫৮৩২ জন। আমরা বুয়েট কর্তৃক প্রদত্ত মাইক্রোসফট টিমস ফর্মের মাধ্যমে এই কর্মসূচি পরিচালনা করি। এর মাধ্যমে আমরা দুইটি জিনিস নিশ্চিত করি:
১) বর্তমান বুয়েটিয়ান শিক্ষার্থী বাদে কেউ এই ফর্ম পূরণ করতে পারবে না। ২) একই স্টুডেন্ট আইডি দিয়ে কেউ এই ফর্ম একবারের বেশি পূরণ করতে পারবে না।
এভাবে স্বচ্ছতা নিশ্চিত করার পর, আমরা গণসাক্ষর কর্মসূচি অফিসিয়ালি শুরু করি। ৫৭৩৯ জন (অর্থাৎ ৯৮%) ফর্ম পূরণ করে স্পষ্ট করেই জানান দেয় তারা ছাত্ররাজনীতির বিরুদ্ধে৷ উল্লেখ্য, কয়েকজন টেকনিক্যাল জটিলতার কারণে ফর্ম পূরণ করতে পারেনি।
বুয়েটের বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ৯৮%ই কর্তৃপক্ষের কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে স্পষ্ট করে জানিয়ে দিতে চায় তাদের ইচ্ছা একটি ছাত্ররাজনীতিমুক্ত নিরাপদ ক্যাম্পাস যেখানে অবাধে তারা তাদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে। "
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!