"সত্যে, সাম্যে, একতায়"

আহসানউল্লাহ হল কে হারিয়ে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতার নতুন চ্যাম্পিয়ন সোহরাওয়ার্দী হল






গতকাল ২৯-১-২০২৩ তারিখে এই বছরের প্রতিযোগিতার ফাইনালে সোহরাওয়ার্দী হলের মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আহসানউল্লাহ হল। আহসানউল্লাহ হল পুরো টুর্নামেন্ট দাপটের সাথে খেলে অপরাজিত থেকে ফাইনালে উঠে অপরদিকে সোহরাওয়ার্দী হল গ্রুপ পর্ব শুরু করে প্রথম ম্যাচে আহসানউল্লাহ হলের কাছে হেরে । পরের ম্যাচগুলো জিতে সোহরাওয়ার্দী হল ফাইনালে নিজেদের জায়গা করে নেয়। ম্যাচ শুরুর আগে ফর্ম অনুযায়ী আহসানউল্লাহ হল ফাইনালে ফেবারিট ছিলো বলা চলে এবং ফেবারিট হওয়ার কারণে তাদের উপর প্রত্যাশার চাপ ছিল জয়ের, এই ক্ষেত্রে সোহরাওয়ার্দী হল অনেকটা নির্ভার ছিলো বরং টুর্নামেন্টে প্রথম ম্যাচ হারার পর বাকি ম্যাচ গুলো জিতে ফাইনালে উঠার কারণে তাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিলো।


ফাইনাল ম্যাচের প্রথম পর্বে সোহরাওয়ার্দী হল দারুণভাবে শুরু করে। খেলার প্রথম থেকেই তারা আহসানউল্লাহ হল থেকে ৫-৬ পয়েন্ট এগিয়ে ছিল। প্রথম পর্বের শেষ পর্যন্ত তারা এই স্কোরের ব্যবধান বজায় রাখতে সক্ষম হয় এবং ২৫-১৮ পয়েন্টে প্রথম পর্বে জয় লাভ করে।


দ্বিতীয় পর্বের শুরুতে আহসানউল্লাহ হল তীব্রভাবে খেলায় ফিরে আসে। দ্বিতীয় পর্বের শুরুতে সোহরাওয়ার্দী হল কিছু বুঝে উঠার আগেই আহসানউল্লাহ হল নিজেদের ঝুলিতে ৭টি পয়েন্ট তুলে নেয়। যার ফলে স্কোর দাঁড়ায় ৭-০ আহসানউল্লাহ হলের পক্ষে কিন্তু এখান থেকেই সোহরাওয়ার্দী হল ম্যাচে ফিরে আসা শুরু করে। একটু পরেই দুই দল ১৪ পয়েন্ট তুলে সমান অবস্থানে আসে। এরপর সোহরাওয়ার্দী হল আবার ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যায়। স্কোর যখন ১৮-১৪ আহসানউল্লাহ হল আবার খেলায় ফেরার চেষ্টা করে এবং স্কোর দাঁড়ায় সোহরাওয়ার্দী ২২ আহসানউল্লাহ ২০. এসময় খেলা টান টান উত্তেজনায় জমে উঠে কিন্তু শেষ পর্যন্ত আর সোহরাওয়ার্দী হলকে আটকাতে পারেনি আহসানউল্লাহ হল । ২৫-২০ পয়েন্টে দ্বিতীয় পর্ব জিতে ম্যাচে আহসানউল্লাহ হলকে ২-০ ব্যবধানে হারিয়ে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা ২০২৩ এর চ্যাম্পিয়ন হয় সোহরাওয়ার্দী হল এবং এর মাধ্যমে গ্রুপ পর্বে নিজেদের হারের বদলাও নেয় তারা।


পুরো টুর্নামেন্ট জুড়ে পারফর্ম করে নিজের হলকে চ্যাম্পিয়ন করার পেছনে ভূমিকা রাখার জন্য বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড জেতেন সোহরাওয়ার্দী হলের ২১ ব্যাচের শিক্ষার্থী নীরব মুত্তাজির।


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত