"সত্যে, সাম্যে, একতায়"

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এ চ্যাম্পিয়ন কাজী নজরুল ইসলাম হল এবং সাবেকুন নাহার সনি হল






দুই বছর বিরতির পর বেশ আমেজের সাথে এবার আয়োজিত হল বুয়েটের বাৎসরিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা। উৎসাহ,উদ্দীপনা এবং চরম উত্তেজনায় পরিপূর্ণ ছিল এবারের আসরটি। এবারের প্রতিযোগিতায় ২২ টি ইভেন্টে ৯ টি হল থেকে মোট ১০৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। গত ২ ও ৩ জানুয়ারী বাছাই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত ছিল। বাছাই পর্ব শেষে গতকাল ৯ জানুয়ারী বুয়েট কেন্দ্রীয় মাঠে এবারের মূল আসরের পর্দা উঠে। বিভিন্ন পাল্লার দৌড়,রিলে দৌড়, ব্রড জাম্প, হাই জাম্প, জাভেলিন থ্রো, ডিসকাস থ্রো, হার্ডেলস সহ মোট ২২ টি ইভেন্ট অনুষ্ঠিত হয় এবার। প্রতিযোগিদের মোট দুটি গ্রুপে ভাগ করা হয়। ছেলেদের গ্রুপে ছিল ৭ টি হল। এবং মেয়েদের গ্রুপে ছিল ২ টি হল। সব ইভেন্ট শেষে মোট ৯৭ পয়েন্ট নিয়ে ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় কাজী নজরুল ইসলাম হল এবং ৭৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় আহসানউল্লাহ হল। মেয়েদের গ্রুপে মাত্র এক পয়েন্টের ব্যবধানে বঙ্গমাতা হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাবেকুন নাহার সনি হল। তাদের পয়েন্ট সংখ্যা ছিল ৬৫। কাজী নজরুল ইসলাম হলের প্রতিযোগিরা তাদের ১৫ টি ইভেন্টের মোট ৭ টিতে স্বর্ণ, ৫ টি তে রৌপ্য এবং ৩ টি তে ব্রোঞ্জ পদক লাভ করে। অন্যদিকে আহসানউল্লাহ হল ৪ টি স্বর্ণ এবং ৫ টি করে রৌপ্য এবং ব্রোঞ্জ পদক লাভ করে ২য় স্থান অধিকার করে। ছেলেদের গ্রুপের তিতুমীর হল, শের-এ-বাংলা হল, শহীদ স্মৃতি হল এবং রশীদ হল একটি করে স্বর্ণ পদক লাভ করে। সোহরাওয়ার্দী হল কোনো স্বর্ণ পদক ছাড়াই এবারের প্রতিযোগিতা শেষ করে।


ব্যক্তিগত পারফর্মেন্সের উপর ভিত্তি করে ছেলেদের গ্রুপে এ বছরের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কাজী নজরুল ইসলাম হলের মাহির সিফাত। সে ২০০,৪০০,৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় স্বর্ণ এবং ১০০ মিটার দৌড়ে রৌপ্য পদক লাভ করে। এছাড়া ১০০×৪ ও ৪০০×৪ রিলে দৌড়েও হলের স্বর্ণ পদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।। এছাড়াও উল্লেখযোগ্য পারফর্মেন্স উপহার দেন কাজী নজরুল ইসলাম হলের হাসনাত জামিল। ব্যক্তিগত এবং দলীয়ভাবে মোট ৪ টি স্বর্ণ, একটি সিলভার এবং একটি ব্রোঞ্জ পদক লাভ করেন তিনি। অন্যদিকে মেয়েদের গ্রুপে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন সাবেকুন নাহার সনি হলের রাইসা তাহসিন প্রমি। ১০০ ও ২০০ মিটার দৌড় এবং ব্রড জাম্পে স্বর্ণ পদক লাভ করেন প্রমি এছাড়া দলীয় রিলেতে হলকে স্বর্ণ জেতাতে ও অবদান রাখেন।


বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে পুরো বুয়েটের সকল জনশক্তিদের মিলনমেলায় পরিণত হয় বুয়েট মাঠ। ছাত্রদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী সহ সকলের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ী সবাইকে পুরষ্কৃত করা হয়।


বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২০২৩ সালের আসরের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান সহ অনেক শিক্ষক শিক্ষিকা। মাননীয় উপাচার্য অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন এবং সমাপনী বক্তৃতায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বুয়েটের অ্যাথলেটিকস কে আন্তর্জাতিক মানের করে তোলার জন্য সকল সহযোগিতা করার আশ্বাস দেন।


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত