বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তারা বলেন,--
"সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের নামে সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়ানো হচ্ছে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং সম্পুর্ণরূপে ভিত্তিহীন। এটি আমাদের বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের জন্য ভীষণ হতাশাজনক।
নিচের পোস্টটি সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা হিসেবে ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা। উল্লেখ্য আমাদের এই নারী শিক্ষার্থীর ছবির সাথে জুড়ে দেয়া ছবি, বাবা বা আত্মীয়ের নাম পরিচয় সম্পূর্ণ বানানো। এমনকি তার বাড়িও পঞ্চগড় নয় এবং কোন ধরনের সাংগঠনিক বা নিষিদ্ধ রাজনীতির সাথে সে সম্পৃক্ত নয়।আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টায় এই ধরনের জঘন্য মিথ্যাচারকে আমরা ধিক্কার জানাই।"
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!