"সত্যে, সাম্যে, একতায়"

বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে গুগল ইঞ্জিনিয়ার অনিক সরকার






তিনি তার ফেইসবুক পেইজ থেকে বুয়েটে সকল ধরনের লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে নিম্নোক্ত বিবৃতি প্রধান করেন---


" ধর্মীয় উগ্রবাদ রুখতে বুয়েট ক্যাম্পাসে সরকারদলীয় ছাত্ররাজনীতি দরকার - এর চেয়ে দুর্বল যুক্তি আর কিছু হতে পারে না। বুয়েটে যদি উগ্রবাদের পক্ষে কোন সামাজিক বা ধর্মীয় প্রচারণা থেকেও থাকে, সেটার counter সামাজিক/ধর্মীয়/সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেই হওয়া উচিত - কোন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে না। বুয়েটে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর ভিত্তি করে সাংস্কৃতিক কার্যক্রম কিংবা উগ্রবাদের কুফলের উপর সামাজিক প্রচারণা করা হোক - ছাত্ররাজনীতি লাগবে কেন?


আমার কাছে সবসময়ই মনে হয় রাজনৈতিক সংগঠন আর তাদের আদর্শ synonymous হয়ে যাওয়াটা সেই আদর্শের জন্যে খুবই বিপজ্জনক একটা ব্যাপার, বিশেষ করে আদর্শটা যদি হয় মুক্তিযুদ্ধ বা অসাম্প্রদায়িকতার মত core fundamental জিনিস। রাজনৈতিক সংগঠনের নানা ভুলত্রুটি থাকবেই, সংগঠনের সাথে জড়িত কিছু মানুষের নানা অপকর্মও থাকবেই, ক্ষমতায় থাকলে anti-incumbencyও থাকবে - কিন্তু সেই দায় শুধু রাজনৈতিক সংগঠনেরই হওয়া উচিত, সেই দায় মুক্তিযুদ্ধ বা অসাম্প্রদায়িকতার উপরে আসা উচিত না। কিন্ত বাংলাদেশে এখন এমনই একটা অবস্থা - সরকার বা সরকারদলীয় কারো খারাপ কাজের জন্যে একগাদা মানুষ গালি দেয় মুক্তিযুদ্ধকে। এটা খুবই বিপজ্জনক একটা trend এবং মোটে ভালো কিছু না।


Just এই big pictureটা মাথায় রাখলেই খুব সহজে বুঝা যায় বুয়েটে ধর্মীয় উগ্রবাদ ঠেকাতে অথবা মুক্তিযুদ্ধের চেতনা প্রচার করতে কেন রাজনৈতিক সমাধান কোন কাজে আসবে না, বরং আরও ক্ষতিই করবে। একে তো ছাত্ররাজনীতি নিয়ে বুয়েটের ইতিহাস সুখকর না এবং সাম্প্রতিক অতীতে আবরার হত্যাকাণ্ডের কারণে সরকারদলীয় ছাত্রসংঠনের উপরে সাধারণ ছাত্রদের বিশাল একটা ক্ষোভ আছে, ফলে হাতেগোনা কয়েকজন বাদে কেউই রাজনৈতিক ব্যানারে হওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক কোন প্রোগ্রামেও participate করতে চাইবে না। মুক্তিযুদ্ধের আদর্শ প্রচার তো হবেই না, বরং ক্যাম্পাসে হয়তো ঘৃণাটাই আরও বেশি করে বাড়বে জোর করে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে।


সাধারণ ছাত্রদের মধ্যে তোমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা প্রচার করতে উৎসুক কিংবা ধর্মীয় উগ্রবাদ রুখতে চাও, তারা সাংস্কৃতিক/সামাজিক/ধর্মীয় angle থেকে সমাধান ভেবে বের করো। শুধু শুধু আরও একদফা ছাত্ররাজনীতি বুয়েট ক্যাম্পাসে ডেকে এনে যদি আবার খারাপ কোন একটা ঘটনা ঘটে - তাতে মুক্তিযুদ্ধের আদর্শ আবারো প্রশ্নবিদ্ধ হওয়া বাদে ভালো কিছু হবে না।"


মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত