" সম্প্রতি ফেসবুকে বিভিন্ন পেইজ, আইডি এবং অনলাইন পোর্টাল থেকে বুয়েটের শিক্ষার্থীদের বিরুদ্ধে সম্পূর্ণ ভুল,ভিত্তিহীন এবং মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।যেসকল ছবি ও পরিচয় তারা ব্যবহার করছে তার সাথে কথিত বুয়েট শিক্ষার্থীদের কোনো মিল বা সামঞ্জস্যতা নেই।
এগুলোতে বিভ্রান্ত না হবার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে। এবং যারা এই ধরণের অপ্রপ্রচার চালিয়ে বুয়েটে চলমান যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। "
তথ্যসূত্র: Interval 18 (Current Most senior batch of BUET)
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!