প্রকাশিত হল ২০২২-২৩ শিক্ষাবর্ষে বুয়েটে ভর্তি পরীক্ষা নির্দেশিকা। গত দুইবছরের মত এবারও দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে আবেদন যোগ্যতা হিসেবে থাকছে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫। উপরের শর্তপূরণ করে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে থেকে শীর্ষ ১৮০০০ জন প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। এই ১৮০০০ জনকে দুই শিফটে ভাগ করে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষার দুই শিফট থেকে শীর্ষ ৩০০০ জন করে মোট ৬০০০ জন শিক্ষার্থী মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ই মে যেখানে ১০০ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে যার পূর্ণমান ১০০ এবং সময় থাকবে ৬০ মিনিট। পরবর্তীতে ১০ ই জুন ৪০০ নম্বরের মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উচ্চ-মাধ্যমিকের সিলেবাস থেকে উচ্চতর গণিত,পদার্থ ও রসায়ন বিষয় থেকে প্রশ্ন করা হবে।
ন্যানোম্যাটারিয়ালস এন্ড সিরামিক কৌশল বিভাগ নামে নতুন একটি বিভাগে এবার ছাত্র ভর্তি করাতে যাচ্ছে বুয়েট। এই বিভাগে থাকবে ৩০ টি আসন। এই ৩০ টি আসন বেড়ে এবার মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৩০৫ টি।
আবেদন শুরু হবে পহেলা মার্চ থেকে এবং চলবে ১২ ই মার্চ ২০২৩ পর্যন্ত। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সম্বলিত নির্দেশিকাটি নিচের লিংকে পাওয়া যাবেঃ
https://drive.google.com/file/d/11qwbKcpLwqcnVRiw5xUVUNoEoaW_ijkf/view
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!