বুয়েট সেন্ট্রাল ক্যাফেটেরিয়া অনির্দিষ্টকাল এর জন্য বন্ধ করেছেন বুয়েট কর্তৃপক্ষ ।
এ বিষয়ে বুয়েট থেকে অফিসিয়াল কোনো নোটিশ এখন ও প্রকাশ করা হয়নি। তবে ক্যাফেটেরিয়ার একজন কর্মচারীর মতে , সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন এর লক্ষ্যে মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ক্যাফেটেরিয়ার বর্তমান দোকানদার কর্তৃক ভাড়া বাবদ প্রায় লক্ষাধিক টাকা বকেয়া থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ক্যাফেটেরিয়ায় তালা মেরে দেওয়া হয়েছে। বকেয়া পরিশোধ না করলে নতুন টেন্ডার আসার ও গুঞ্জন রয়েছে।
এর আগে বুয়েট সাংবাদিক সমিতি থেকে ক্যাফেটেরিয়ার বিভিন্ন অনিয়ম ও সমস্যা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়, যার পরিপ্রেক্ষিতে দুই দিন এর জন্য ক্যাফে বয়কট করে বুয়েট এর সাধারণ শিক্ষার্থীরা।
রিপোর্ট লিংক: https://www.facebook.com/buetshangbadikshomiti/posts/pfbid02kwr5YT5K5vFeMfTuhDimLvxNUGhitNgXcy5tgh6DQBisaHoSQAjknsCpTrP3mWqLl
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!