
বুয়েট সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মো: হিমু র নিকট হতে প্রথম পুরস্কার গ্রহণ করছেন শাহারিয়া উজ্জামান হৃদয়
বুয়েট সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত Blog Writing ইভেন্টে আমরা আপনাদের নিকট থেকে বেশ কিছু লেখা সংগ্রহ করি এবং আমাদের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে সেগুলো প্রকাশ করি। এরই মধ্যে হতে দক্ষ লেখনী এবং সর্বজনীন অভিমত এর উপর ভিত্তি করে আমরা সেরা পাঁচটি ব্লগকে পুরষ্কৃত করেছি।
১. টার্ম ব্রেক এ হেমন্ত (লিখেছেন - শাহারিয়া উজ্জামান হৃদয় , সিভিল ২০, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ২. নিরুত্তর নীল আকাশ (লিখেছেন - মো: জিহাদুল ইসলাম , কেমিক্যাল ২১, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ৩. The Ghost from The East (লিখেছেন - তানভীর হোসেন আবির, WRE ২২, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ৪. বই সমালোচনা - দৃষ্টি প্রদীপ, বিভূতিভূষণ বন্দোপাধ্যায় (লিখেছেন - মাহবুবা সায়েদ সিনথিয়া , সিএসই ২১, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) https://www.facebook.com/share/NzuAc7KuoUvczvWD/?mibextid=oFDknk ৫. কবিতা - হিমিকা (লিখেছেন - শেখ তারিফুল ইসলাম , ইইই ২০, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) সবাইকে বুয়েট সাংবাদিক সমিতি র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। #blog #BJS #event

বুয়েট সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মোঃ হিমু র নিকট হতে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করছেন মোঃ জিহাদুল ইসলাম

বুয়েট সাংবাদিক সমিতির বর্তমান সম্পাদক মো: সাইফুর রহমান রাহি র নিকট হতে তৃতীয় পুরস্কার গ্রহণ করছেন তানভীর হোসেন আবির

বুয়েট সাংবাদিক সমিতির বর্তমান সম্পাদক আহাম্মদউল্লাহ রাফি র নিকট হতে চতুর্থ পুরস্কার গ্রহণ করছেন মাহবুবা সায়েদ সিনথিয়া
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!