
https://fb.watch/qKu57sz3eN/
https://youtu.be/otQ2p1PigcM
আজ ০৯ই মার্চ,২০২৪ এ অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর লিখিত ভর্তি পরীক্ষা ২০২৩-২৪। প্রিলিঃ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রায় ৬০০০ শিক্ষার্থী আজ অংশ নিয়েছে ৪০০ নম্বরের এই লিখিত পরীক্ষায়। এছাড়া স্থাপত্য বিভাগের জন্য রয়েছে আরও ২৫০ নম্বরের মুক্তহস্ত অংকন ও স্থানিক ধীশক্তি পরীক্ষা। এর মধ্যে কোটাসহ মাত্র ১৩০৯ শিক্ষার্থী হয়ে উঠবে স্বপ্নের বুয়েটিয়ান। তাই আজ পরীক্ষা দিতে আসা তাদেরই কিছু কথা জানতে চলে এসেছি আমরা বুয়েট সাংবাদিক সমিতি। #BUET #bjs #admissions #admission2024 #buetadmission #WrittenExam #hsc23batch #session2023_2024 #BUETIAN #buetdream
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!