আগামী ২৪ ফেব্রুয়ারী ২০২৪ রোজ শনিবার অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ সেশনের প্রাক-নির্বাচনী পরীক্ষা। বহুনির্বাচনি পদ্ধতিতে হয় এ পরীক্ষা। ১৮০০০ শিক্ষার্থীকে দুই শিফটে ভাগ করে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০ টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ৩ টায় শুরু হবে। বুয়েট ক্যাম্পাস কে মোট ৬ টি সেন্টারে ভাগ করে এ পরীক্ষা হবে। সার্বিক সহযোগিতার কাজে নিয়োজিত থাকবে বুয়েট রোভার স্কাউট গ্রুপ।
বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে অন্যতম বুয়েট ভর্তিপরীক্ষা বিগত কয়েক বছর যাবত দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে বহুনির্বাচনি পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারে নির্বাচিত ১৮০০০ জন। :
এ ধাপে উত্তীর্ন ৬ হাজার জন বসতে পারে মূল চারশত মার্কের লিখিত ভর্তি পরীক্ষায়।এছাড়া স্থাপত্য বিভাগের জন্য রয়েছে আরও ২৫০ নম্বরের মুক্তহস্ত অংকন ও স্থানিক ধীশক্তি পরীক্ষা।
এভাবে দীর্ঘ প্রক্রিয়ায় মাধ্যমে মাত্র ১৩০৯ জন (কোটাসহ) শিক্ষার্থী হয়ে ওঠেন স্বপ্নের বুয়েটিয়ান। লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ ২০২৪ তারিখে।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!