"সত্যে, সাম্যে, একতায়"

আন্তঃ হল ভলিবলে চ্যাম্পিয়ন আহসানউল্লাহ






প্রথম সেটে ২৫-১৪ পয়েন্ট, দ্বিতীয় সেটে ২৫-১৫। বিজয়ী দলের জয়ের ব্যবধান ২-০। দেখে মনে হতেই পারে, ভুলবশত গত বছরের আন্তঃ হল ভলিবল প্রতিযোগিতার ফাইনালের স্কোরলাইনটাই আরো একবার লেখা হয়ে গেল না তো? না। স্কোরলাইন হুবহু একই হলেও পরিবর্তিত হয়ে গেছে বিজয়ীর নাম। গতবারের স্কোরলাইনেই গতবারের চ্যাম্পিয়ন সোহরাওয়ার্দী হলকে পরাজিত করে শিরোপা ঘরে তুললো গতবারের রানার্সআপ আহসানউল্লাহ হল। ‘প্রতিশোধ’-এর সাথে একটা অপেক্ষার পালাও যেন শেষ হলো হলটির।


গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃ হল ভলিবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাতটা হলকে ভাগ করা হয় দুটো গ্রুপে। ‘ক’ গ্রুপের অন্তর্ভুক্ত ছিল সোহরাওয়ার্দী হল, ড. এম. এ. রশীদ হল, শহীদ স্মৃতি হল এবং কাজী নজরুল ইসলাম হল। অপর দিকে, ‘খ’ গ্রুপে থেকে প্রতিযোগিতায় অংশ নেয় আহসানউল্লাহ হল, শেরে বাংলা হল এবং তিতুমীর হল। ফেব্রুয়ারির ৪, ৫ ও ৭ তারিখে অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলা শেষে ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় যথাক্রমে সোহরাওয়ার্দী হল এবং ড. এম. এ. রশীদ হল। অপর গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটো স্থান দখল করে আহসানউল্লাহ হল এবং তিতুমীর হল।


প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় সোহরাওয়ার্দী হল এবং তিতুমীর হল। ম্যাচের প্রথম সেটে জয়ী হয় তিতুমীর হল, পরবর্তীতে পিছিয়ে থেকেও দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরে আসে সোহরাওয়ার্দী হল। এরপর দারুণ লড়াইয়ের পর শেষ সেট জিতে ফাইনালের টিকেট নিশ্চিত করে সোহরাওয়ার্দী হল।


জমজমাট লড়াইয়ের প্রতিযোগিতায় দ্বিতীয় সেমিফাইনালও পিছিয়ে ছিল না। প্রথম সেটে ০-৮ ব্যবধানে পিছিয়ে থেকেও, প্রত্যাবর্তনের অবিশ্বাস্য রূপকথা লিখে ২৬-২৪ পয়েন্টে প্রথম সেট জিতে নেয় আহসানউল্লাহ হল। দ্বিতীয় সেট জিতলেই দল ফাইনালে, এমন অবস্থায় ২৪-২১ ব্যবধানে এগিয়ে গিয়েও পা হড়কায় তারা, ২৮-২৬ ব্যবধানে জিতে ম্যাচে নিজেদের বাঁচিয়ে রাখে ড. এম. এ. রশীদ হল। তৃতীয় সেটে আবারও দারুণ প্রতিদ্বন্দ্বিতা। তবে ২৫-২৩ ব্যবধানে জিতে শেষ হাসিটা হাসে আহসানউল্লাহ হলই।



দুটো সেমিফাইনালের তুলনায় ফাইনাল কিছুটা ম্যাড়ম্যাড়েই ছিল। প্রথম সেটের একটা পর্যায়ে সোহরাওয়ার্দী হল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ১২-১২ পয়েন্টের সমতা এনেছিল বটে, তবে আহসানউল্লাহ হলই ম্যাচটা জেতে ২৫-১৪ ব্যবধানে। এরপর দ্বিতীয় সেটেও একক আধিপত্য দেখায় দলটি, ২৫-১৫ ব্যবধানে জিতে নিজেদের ঘরে তোলে আন্তঃ হল ভলিবল প্রতিযোগিতার শিরোপা।



মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না? এই প্রশ্নে রুল জারি

গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার … বিস্তারিত


রাষ্ট্রপতি কর্তৃক বুয়েট এর নতুন ভিসি এবং প্রোভিসি নিয়োগপ্রাপ্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. … বিস্তারিত



বুয়েটে চলামান টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউনসিল, এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করে দ্রুততম সময়ে পরীক্ষা রিশিডিউল ও যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহন

বুয়েটে চলামান টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউনসিল, এবং … বিস্তারিত