"সত্যে, সাম্যে, একতায়"

আন্তঃ হল ভলিবলে চ্যাম্পিয়ন আহসানউল্লাহ






প্রথম সেটে ২৫-১৪ পয়েন্ট, দ্বিতীয় সেটে ২৫-১৫। বিজয়ী দলের জয়ের ব্যবধান ২-০। দেখে মনে হতেই পারে, ভুলবশত গত বছরের আন্তঃ হল ভলিবল প্রতিযোগিতার ফাইনালের স্কোরলাইনটাই আরো একবার লেখা হয়ে গেল না তো? না। স্কোরলাইন হুবহু একই হলেও পরিবর্তিত হয়ে গেছে বিজয়ীর নাম। গতবারের স্কোরলাইনেই গতবারের চ্যাম্পিয়ন সোহরাওয়ার্দী হলকে পরাজিত করে শিরোপা ঘরে তুললো গতবারের রানার্সআপ আহসানউল্লাহ হল। ‘প্রতিশোধ’-এর সাথে একটা অপেক্ষার পালাও যেন শেষ হলো হলটির।


গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃ হল ভলিবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাতটা হলকে ভাগ করা হয় দুটো গ্রুপে। ‘ক’ গ্রুপের অন্তর্ভুক্ত ছিল সোহরাওয়ার্দী হল, ড. এম. এ. রশীদ হল, শহীদ স্মৃতি হল এবং কাজী নজরুল ইসলাম হল। অপর দিকে, ‘খ’ গ্রুপে থেকে প্রতিযোগিতায় অংশ নেয় আহসানউল্লাহ হল, শেরে বাংলা হল এবং তিতুমীর হল। ফেব্রুয়ারির ৪, ৫ ও ৭ তারিখে অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলা শেষে ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় যথাক্রমে সোহরাওয়ার্দী হল এবং ড. এম. এ. রশীদ হল। অপর গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটো স্থান দখল করে আহসানউল্লাহ হল এবং তিতুমীর হল।


প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় সোহরাওয়ার্দী হল এবং তিতুমীর হল। ম্যাচের প্রথম সেটে জয়ী হয় তিতুমীর হল, পরবর্তীতে পিছিয়ে থেকেও দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরে আসে সোহরাওয়ার্দী হল। এরপর দারুণ লড়াইয়ের পর শেষ সেট জিতে ফাইনালের টিকেট নিশ্চিত করে সোহরাওয়ার্দী হল।


জমজমাট লড়াইয়ের প্রতিযোগিতায় দ্বিতীয় সেমিফাইনালও পিছিয়ে ছিল না। প্রথম সেটে ০-৮ ব্যবধানে পিছিয়ে থেকেও, প্রত্যাবর্তনের অবিশ্বাস্য রূপকথা লিখে ২৬-২৪ পয়েন্টে প্রথম সেট জিতে নেয় আহসানউল্লাহ হল। দ্বিতীয় সেট জিতলেই দল ফাইনালে, এমন অবস্থায় ২৪-২১ ব্যবধানে এগিয়ে গিয়েও পা হড়কায় তারা, ২৮-২৬ ব্যবধানে জিতে ম্যাচে নিজেদের বাঁচিয়ে রাখে ড. এম. এ. রশীদ হল। তৃতীয় সেটে আবারও দারুণ প্রতিদ্বন্দ্বিতা। তবে ২৫-২৩ ব্যবধানে জিতে শেষ হাসিটা হাসে আহসানউল্লাহ হলই।



দুটো সেমিফাইনালের তুলনায় ফাইনাল কিছুটা ম্যাড়ম্যাড়েই ছিল। প্রথম সেটের একটা পর্যায়ে সোহরাওয়ার্দী হল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ১২-১২ পয়েন্টের সমতা এনেছিল বটে, তবে আহসানউল্লাহ হলই ম্যাচটা জেতে ২৫-১৪ ব্যবধানে। এরপর দ্বিতীয় সেটেও একক আধিপত্য দেখায় দলটি, ২৫-১৫ ব্যবধানে জিতে নিজেদের ঘরে তোলে আন্তঃ হল ভলিবল প্রতিযোগিতার শিরোপা।



মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত