"সত্যে, সাম্যে, একতায়"

সাবেকুন নাহার সনি হলে আয়োজিত হলো বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান






পাঁচ বছর আগে এই মার্চ মাসেরই এক দিনে শুরু হয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর "অনুসূর্য-১৭" ব্যাচের ক্লাস। গত বুধবার সর্বশেষ ক্লাসটি করার মাধ্যমে অনুসূর্যের প্রকৌশল এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের যেন শেষের শুরু হলো। অপর দিকে বুয়েটের বর্তমান নবীনতম ব্যাচের (২০২১ ব্যাচ) ক্লাস শুরুর হয়েছে মাত্র তিন মাস আগে।


সিনিয়রদের প্রস্থান এবং জুনিয়রদের আগমন--এই দুই উপলক্ষকে সামনে রেখে বুয়েটের আবাসিক ছাত্রী নিবাস সাবেকুন নাহার সনি হলে গত ২ মার্চ অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা ও নবীন বরণ-২০২৩। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হল প্রভোস্ট অধ্যাপক ড. ফাহমিদা গুলশানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান এবং ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।


হল কমন রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বুয়েটের ২০১৬ ব্যাচের স্থাপত্য অনুষদ এবং ২০১৭ ব্যাচের প্রকৌশল অনুষদ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায়ী ছাত্রীদের ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ২০২১ ব্যাচের নবীন ছাত্রীদের বরণ করে নেয়া হয় ফুলেল শুভেচ্ছায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল অর্জন করা হলের কৃতি ছাত্রীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করেন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ। প্রধান অতিথি মাননীয় উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে নবীন ব্যাচকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সকল অতিথি বিদায়ী ব্যাচকে তাঁদের শুভকামনা জানান।


হলের ছাত্রীদের আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।






মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ কেন দেওয়া হবে না? এই প্রশ্নে রুল জারি

গত ৩ সেপ্টেম্বর হাইকোর্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার … বিস্তারিত


রাষ্ট্রপতি কর্তৃক বুয়েট এর নতুন ভিসি এবং প্রোভিসি নিয়োগপ্রাপ্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. … বিস্তারিত



বুয়েটে চলামান টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউনসিল, এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করে দ্রুততম সময়ে পরীক্ষা রিশিডিউল ও যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহন

বুয়েটে চলামান টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করেছে একাডেমিক কাউনসিল, এবং … বিস্তারিত