"সত্যে, সাম্যে, একতায়"

প্লাটিনাম জয়ন্তীতে বুয়েট কেমিকৌশল বিভাগ






গত ২২ ডিসেম্বর ২০২৩ এ বেশ বড় আয়োজনে পালিত হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিকৌশল বিভাগের প্লাটিনাম জয়ন্তী।


বুয়েটের কেমিকৌশল বিভাগ বাংলাদেশের সর্বপ্রথম এবং দক্ষিণ এশিয়ার অন্যতম পুরাতন কেমিকৌশল বিভাগ। এর রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। ১৯৫২ সালে মাত্র পাঁচ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় কেমিকৌশল বিভাগের প্রথম ব্যাচ।


আজ যার পঁচাত্তর বছর পূর্ণ হলো। এ দীর্ঘ যাত্রায় কেমিকৌশল বিভাগ কেবল প্রকৌশলীই তৈরী করেনি, তৈরী করেছে অসংখ্য ব্যবসায়ী, শিক্ষাবিদ, গবেষক, রাজনীতিবিদ, মন্ত্রী প্রমুখ। কেমিকৌশল বিভাগের দুইজন ফ্যাকাল্টি সদস্য ইতোমধ্যে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন ( ড. ইকবাল মাহমুদ,২০০৫ ও ড. এম. এ. নাসের,১৯৮৭)। ড. সৈয়দা সুলতানা রাজিয়া এ বছর OPCW Hague Award অর্জন করেন। এ বিভাগের প্রাক্তন স্নাতক জনাব হাসানুল হক ইনু ছিলেন সাবেক তথ্যমন্ত্রী। এছাড়াও এ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বিচরণ গোটা বিশ্বজুড়ে।




৭৫ বছরের এই দীর্ঘ যাত্রায় বুয়েটের অন্যতম প্রাচীন এই বিভাগের অগণিত সম্মানীয় প্রাক্তন, শিক্ষকমন্ডলী এবং বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তমূলক অংশগ্রহণের মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানটি পরিণত হয় এক মহান মিলনমেলায়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মাননীয় উপাচার্য ড. সত্যপ্রসাদ মজুমদার। তিঁনি মনে করেন এত কম বাজেটে শতবর্ষী একটা ভবনেও কেমিক্যাল ডিপার্টমেন্ট যে সুন্দর ব্যবস্থাপনা করেছে তা সকল ডিপার্ট্মেন্টের জন্যই উদাহরণ হয়ে থাকবে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য জনাব ড. আব্দুল জব্বার খাঁন এবং দেশের শীর্ষ ব্যবসায়ী, এলামনাই ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল। ড. মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে কেমিকৌশল বিভাগ ও প্রকৌ. মুহাম্মদ হাবিল উদ্দিন এর নেতৃত্বে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই এসোসিয়েশন এর তত্ত্বাবধানে আয়োজিত হয় এ মহা কর্মযজ্ঞ। অনুষ্ঠানে এক ঝাক বর্তমান শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম ছিলো সদা দৃশ্যমান।



বুয়েট কেমিকৌশল অনুষদের বর্তমান সদস্য সংখ্যা ২৩ জন এবং শিক্ষার্থী প্রায় পাঁচ শতাধিক। এ বিভাগ বর্তমানে বিএসসি, এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অফার করে। বর্তমানে পিএইচডি এবং এমএসসি ডিগ্রিতে যেসকল শিক্ষার্থী অধ্যয়নরত, তাঁদের গবেষণার বিষয়বস্তু হচ্ছে করোসন ইন্জিনিয়ারিং, প্রোসেস ইঞ্জিনিয়ারিং, শক্তি ও পরিবেশ, বায়ু ও পানি দূষণ ইত্যাদি বিষয় । এর বিভাগীয় লাইব্রেরি দেশের অন্যতম সেরা লাইব্রেরি। কোর্স ডিজাইন ও অন্যান্য ক্ষেত্রে বেশ সমাদৃত কেমিকৌশল বিভাগ।



মন্তব্য করতে লগিন করুন
লগিন
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!
সম্পর্কিত
এখন থেকে বুয়েটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার মান … বিস্তারিত


ছাত্রলীগ নির্মমতার শিকার বুয়েটছাত্র আবরার ফাহাদ এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

শহীদ আবরার ফাহাদ কেবল বুয়েটিই নয় বরং গোটা বাংলাদেশের জন্য … বিস্তারিত


ফেরি ডিজাইনে বুয়েটের সাফল্যগাঁথা: আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের জয়যাত্রা

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন (WFSA) বিশ্বজুড়ে নিরাপদ ফেরির … বিস্তারিত


বুয়েটে ফের নিষিদ্ধ হলো লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি

২৮সেপ্টেম্বর, ২০২৪: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল সম্প্রতি এক … বিস্তারিত


আবারো ক্লাস -পরীক্ষা বয়কটে বুয়েট শিক্ষার্থীরা

রাজনৈতিক সংশ্লিষ্টতায় অভিযুক্ত শিক্ষার্থীদের নিয়ে কর্তৃপক্ষ থেকে আশানুরূপ‌ কোন তৎপরতা … বিস্তারিত