Speak Out for Engineering (SOfE) হলো তরুণ প্রকৌশলীদের জন্য একটি প্রতিযোগিতা যা প্রযুক্তিগত যান্ত্রিক প্রকৌশল সম্পর্কিত বিষয়গুলি ব্যাখ্যা করার জন্য মৌখিক যোগাযোগের দক্ষতা প্রমাণের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। প্রতিযোগিতাটি Institution of Mechanical Engineers (IMechE) সংগঠনের তরুণ সদস্যদের দ্বারা প্রতি বছর সংগঠিত ও পরিচালিত হয়। প্রতিযোগিতাটি 1964 সাল থেকে তরুণ যন্ত্রপ্রকৌশলীদের কন্ঠকে প্রতিনিধিত্ব করে আসছে।
তাহসিন হক দ্বিপী বর্তমানে পড়াশোনা করছেন বুয়েটের যন্ত্রকৌশল অনুষদের চতুর্থ বর্ষে। SOfE 2023 এর জন্য তার প্রজেক্ট এর বিষয় ছিল AeroMed, একটি চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী ড্রোন যা খুব অল্প সময়ের মধ্যে মেট্রোপলিটন এলাকায় জরুরি রক্ত সরবরাহ করতে সক্ষম। যেহেতু এটি মানুষের চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক, তাই এটিকে নিরাপদ, সুরক্ষিত এবং ব্যবহার বান্ধব করে তোলাই প্রধান চ্যালেঞ্জ ছিল তার জন্য।
তাহসিন হক জানান-বাংলাদেশের ট্রাফিক জ্যাম ও সড়ক যোগাযোগ ব্যাবস্থার সমস্যার কারণে জরুরি রক্ত প্রয়োজন হলে তা অনেক সময়ই রোগীর কাছে যথাসময়ে পৌছানো সম্ভব হয়না। বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে থাকাকালীন তিনি এই লক্ষ্যে কাজ শুরু করেন। তৃতীয় বর্ষের শেষে তিনি তার বন্ধু নাহিদের মাধ্যমে SofE সম্পর্কে জানতে পারেন এবং একাডেমিক ক্লাস পরীক্ষার প্রচন্ড চাপ সত্ত্বেও তিনি তার Aeromed নিয়ে ন্যাশনাল রাউন্ডে পৌছে যান।পরবর্তীতে বাংলাদেশ ফাইনালে তিনি প্রথম স্থান অর্জন করেন।
তাহসিন হক ও তার Aeromed এখন পর্যন্ত প্রতিযোগিতার চারটি রাউন্ড সফলভাবে অতিক্রম করে এসেছেন।পরবর্তীতে তিনি South Asian Regional Round এ বাংলাদেশ ও বুয়েট কে প্রতিনিধিত্ব করবেন।তাহসিন হক স্বপ্ন দেখেন সেখানেও তিনি বিজয় ছিনিয়ে আনতে পারবেন। নিজের প্রকৌশল জ্ঞান কে দেশ ও মানুষের সেবায় কাজে লাগাতে চান তাহসিন হক।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!