সম্প্রতি আয়োজিত IEEE Region 10 রোবটিক্স কম্পিটিশন আয়োজিত হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, যেখানে অংশগ্রহণ করে ৬০ টিরও বেশি দেশের প্রতিযোগীরা। তন্মধ্যে চ্যাম্পিয়ন হিসেবে ভূষিত হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল Team Hawkeye। দলের প্রতিনিধিরা ছিলেন মায়েশা হক, অঙ্কন দেব, আসিফ ইসলাম এবং শেখ ইফতেখার আহমেদ। তারা সকলের তড়িৎকৌশল বিভাগের শিক্ষার্থী।
তাদের এ অর্জনে শুরু থেকেই সাহায্য এবং তত্ত্বাবধান করে গিয়েছেন বুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. শাইখ আনোয়ারুল ফাত্তাহ এবং ড. সেলিয়া শাহনাজ। এছাড়া তাদের এই তিনমাসব্যাপী প্রস্তুতিতে সাহায্য করেছেন তাদের সকল সিনিয়র এবং অ্যালামনাই।
বুয়েটের এই স্বপ্নবাজ তরুণেরা নিজেদের স্বপ্নকে আরো একধাপ এগিয়ে নিতে চান, বিশ্বদরবারে নিজের দেশকে নিয়ে যেতে চান আরও একধাপ এগিয়ে। এ প্রত্যাশাই ব্যক্ত করেন তারা।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!