শেষ বলটা পায়ে লেগে মিড অনের দিকে যেতেই পড়িমরি করে ছুটলেন দুই ব্যাটসম্যান। রান পূর্ণ হতেই শুরু হলো উদ্বাহু উদযাপন, মাঠে ছুটে আসলেন সতীর্থ আর সমর্থকেরা। সমন্বিত উল্লাসে কেটে গেলো তড়িৎকৌশলের ‘সিভিল-অভিশাপ’, বুধবারের ফাইনালের মেকানিক্যালের প্রতিপক্ষ হিসেবে নিজেদের নামও লিখে ফেললো তারা।
সাম্প্রতিক ইতিহাস তো বটেই, তড়িৎকৌশলের বিরুদ্ধে চলে গিয়েছিলো ম্যাচের পরিস্থিতিও। ১২৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই তোপের মুখে পড়ে তড়িৎকৌশল। পুরকৌশলের দুই উদ্বোধনী বোলার ইফতি ও সিয়ামের আগুনে চার ওভারে ২৮ রান তুলতেই শুরুর চার উইকেট হারায় তারা, দলীয় ৪৮ রানে থেমে যায় পঞ্চম উইকেটের বিশ রানের জুটিটা। এরপরই খেলা ঘুরতে থাকে ধীরে ধীরে, লেখা শুরু হয় প্রতিরোধের গল্প। ছয় নম্বরে নামা মাসুমের সাথে জুটি বাঁধেন সাতে নামা আবির, ৪৪ রানের পার্টনারশিপে ধাক্কা সামলে ম্যাচে ফিরিয়ে আনেন তড়িৎকৌশলকে। এরপর ১২ বলের মধ্যে আবির ও রহিম আউট হয়ে গেলে আবার চাপে পড়ে যায় তড়িৎকৌশল।
১০ বলে ১৮ রানের প্রয়োজনীয় সমীকরণকে নাগালের মধ্যে নিয়ে আসেন নয়ে নামা রিদম, তাঁর ৮ বলে ১৪ রানের ঝড়ে। কিন্তু ২ বলে ২ রান দরকার যখন, সায়েমের বলে রিদম বোল্ড হয়ে গেলে আবারও পুরনো শঙ্কা ঘিরে ধরে তড়িৎকৌশলকে। ১ বলে ২ রান, জয়-টাই-পরাজয়, তিনটা ফলাফলের তিনটার সম্ভাবনাই তখন পুরোপুরি উজ্জ্বল। তবে সেই সম্ভাবনার খাতা থেকে ‘তড়িৎকৌশলের পরাজয়’কে কেটে দেন বোলার সায়েম নিজেই, তাঁর করা ওয়াইডের কারণে শেষ বলে ১ রান প্রয়োজন হয় তড়িৎকৌশলের। এরপরের ঘটনা তো আগেই বলা হয়েছে।
দিনের প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যন্ত্রপ্রকৌশল অনুষদ। মাহমুদের ২৬, সৌরভের ২০ আর অতিরিক্ত থেকে আসা ২১ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৫ রান তুলতে সক্ষম হয় যন্ত্রপ্রকৌশলীরা। কেমিক্যাল ও ম্যাটারিয়ালসের শাওন ১১ রানে তুলে নেন চার উইকেট, তৌফিক এবং মৌলিক নেন দুটো করে উইকেট।
জবাবে, ১১৬ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নামা কেমিক্যাল ও ম্যাটারিয়ালসের ইনিংস থামে ১০৭ রানে। নকীবের ৫৬ আর ওপেনার আকিবের ২২ রানের ইনিংস বাদে বলার মতো সংগ্রহ ছিল না কারো নামের পাশেই। যন্ত্রপ্রকৌশলের মনজুর বল হাতে দুটো উইকেট তুলে নেন।
১৩ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে তড়িৎকৌশলের মুখোমুখি হবে যন্ত্রপ্রকৌশল, এর মাধ্যমেই পর্দা নামবে প্রফেসর ড. মো. মীজানুর রহমান আন্তঃঅনুষদ টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা- ২০২৩-এর।
এখনো কোনো মন্তব্য যুক্ত হয়নি!